সত্যি কথা বলতে গেলে
দত্যি রাঙায় চোখ-
আমরা এমন স্বাধীন দেশের লোক।
আলোর পথে চলতে গেলে
কালোয় সাধে বাঁধ-
এই আমাদের স্বাধীনতার স্বাদ।
ভায়ের বুকে হতাশা আর
মায়ের চোখে জল-
এই আমাদের স্বাধীনতার ফল।
বোনের দেহ বনের ভিতর
দিদির গলায় ফাঁস-
এমন স্বাধীন দেশেই করি বাস।
খাবার জোগাড় করতে বাবার
ওষ্ঠাগত প্রাণ-
এটাই হলো স্বাধীনতার দান।
ছড়ায় লিখি স্বপ্ন তবু
ভরাই আশায় বুক
আসবে ঠিকই স্বাধীনতার সুখ!!
দারুণ
ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
নিশ্চয়ই স্বাধীনতা আসবে।
ধন্যবাদ বড়দা। শুভেচ্ছা অশেষ
চমৎকার হয়েছে কবি দা। স্বাগতম জানিয়ে গেলাম।
ধন্যবাদ দিদিভাই। শুভকামনা সতত।
স্বাধীনতা একদিন আসবেই দাদা।

ধন্যবাদ দাদা। শুভকামনা সতত।
ছড়ায় লিখি স্বপ্ন তবু
ভরাই আশায় বুক
আসবে ঠিকই স্বাধীনতার সুখ!!
* স্বাধীনতার সত্যিকারের সুফল সবার মাঝে বিরাজিত হোক…
ধন্যবাদ দাদা। শুভকামনা সতত।