চটকদারি ভাষার ঘটক
ছেলের বাবার কাছে-
জানায়- হাতে একটা খুবই
মিষ্টি মেয়ে আছে।
বাবা বলে – ঘটক মশায়
চলবে না এ মেয়ে-
ছেলের হবে ডায়াবেটিস
মিষ্টি খেয়ে খেয়ে।
চটকদারি ভাষার ঘটক
ছেলের বাবার কাছে-
জানায়- হাতে একটা খুবই
মিষ্টি মেয়ে আছে।
বাবা বলে – ঘটক মশায়
চলবে না এ মেয়ে-
ছেলের হবে ডায়াবেটিস
মিষ্টি খেয়ে খেয়ে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সত্যই মজার পদ্য মি. শংকর দেবনাথ।
দাদা, ধন্যবাদ আর শুভেচ্ছা সতত।
মজা পেলাম………
ধন্যবাদ
মিষ্টি মিষ্টি সব।
ধন্যবাদ
দুই পক্ষই সাবধান হয়ে যাক। শুভেচ্ছা শংকর দা।
ধন্যবাদ
তাহলে ভাই এবার এক টক মেয়ের খবর দিতে বলেন।
ধন্যবাদ
হাসছিলাম পড়ে। মজা পেয়েছি। ভাল লাগলো
ধন্যবাদ
চমৎকার ভানার প্রকাশ কবি দা
ধন্যবাদ