বোধের বাইরের অনুভূতি
একদিন খররোদে কেও একজন মেঘ হয়ে আসে
মাথার ওপর ছায়া হয়
দু এক ফোঁটা বৃষ্টি হয়ে ছুঁয়ে দেয়
তারপর আবার উড়ে যায় দূর আকাশে
আরেকজন সারাজীবন ভেজে,
এটা তো প্রেম নয়!
স্বামী-স্ত্রী সারাজীবন পরস্পর ছুঁয়ে ছুঁয়ে ঘুমায়,
সবার মাঝে কি আর প্রেম হয়?
তবে হয়, কারো কারো মাঝে অবশ্যই হয়
তাঁদের মাঝে গভীর প্রণয় রয়,
আর বাকিদের পাশ বালিশ,
শরীর ছুঁয়ে ছুঁয়ে থাকাটাই প্রেম নয়;
ব্যাখ্যাতীত কিছু সম্পর্ক আছে মন ছুঁয়ে ছুঁয়ে থাকার
অনেক দূর থেকে
ধরা যায় না, ছোঁয়া যায় না
শুধুই মন অনুভবে,
সেও তো প্রেম নয়;
প্রেম তবে কি?
বোধের বাইরে কোন অনুভূতি?
শরীর ছুঁয়ে ছুঁয়ে থাকাটাই প্রেম নয়; খাঁটি একটি কথা প্রিয় নির্বাসনের মানুষ। শুভ সকাল।
ধন্যবাদ ভাই
চমৎকার হয়েছে কবি জীবন দা।
ধন্যবাদ রিয়া
বোধের বাইরের অনুভূতি নয় ভাই, ইহা বোধের ভিতরই।
কি জানি দাদা
বুঝি আবার বুঝি না