লেজ ঢুকিয়ে ফেসবুকে মা
কাটান সুখে বেলা-
ছেলে এবং মেয়ে দু’য়ের
এ্যাণ্ড্রয়েডে খেলা।
বাসায় এসে বাবাও বসেন
সামনে নিয়ে ল্যাপ,
ঘর মানে প্রেম ফেসবুক ও গেম
এবং হোয়াটস অ্যাপ।
নিথর ঘরের ভিতর সবাই
রয় গো বোবা সেজে-
আটটা ন’টা দশটা করে
যায় বারোটা বেজে।
* সমসাময়িক বিষয়ে সুন্দর উপস্থাপনা…
ছেলে মেয়েদের পরীক্ষা শেষ। আমার বাসায়ও এই প্রবাহ চালু হয়েছে। অবশ্যি খণ্ডকালীন সময়ের জন্য। জানুয়ারীতে আমরা পুনরায় সনাতন হবো।
অতীব সঠিক বলেছেন শংকর দা।
আমার ঘরেও এই ভাইরাস শংকর দা।