ডাকছো আমায় চোখ ইশারায়
তোমার ঘরে-
তাইতো আমি কেবল ঘামি
গোপন জ্বরে।
দূরের বাঁশির সুরের হাসির
অরূপ কোণে –
কোন তিয়াসায় মন কী আশায়
স্বপ্ন বোনে!
মন নিয়েছো মান নিয়েছো
বন্ধু, এবার-
সময় কী গো হয়নি ওগো
আমায় নেবার!
রোম্যান্টিক প্রিয় কবি মি. শংকর দেবনাথ।

ধন্যবাদ দাদা।
বাহ্ কবি শংকর দা।
ধন্যবাদ দাদা
* চমৎকার প্রকাশ…
ধন্যবাদ। শুভেচ্ছা।
সুন্দর সুন্দর।
ধন্যবাদ দিদি