আমার গ্রাম পাখির
গাছের সবুজ আঁখির-
চাষির হাসির স্বপ্নরাশির
নকসি করা কাঁথা-
মায়ের আঁচল পাতা।
আমার আকাশ নীলের
কল্পডানা চিলের-
বেড়ায় উড়ে অসীম জুড়ে
রূপকথাদের সাথে-
দিবস এবং রাতে।
আমার নদী ঢেউয়ের
তল পাবে না কেউ এর-
সোঁতায় সোঁতায় যায় সে কোথায়
সাত সাগরের দেশে-
স্বপ্নে হেসে ভেসে।
আমার বাড়ি ছড়ার
নিত্য নতুন গড়ার-
মুক্ত আগল। পাগল পাগল
ভালবাসায় মাখা-
আলো- আশায়। আঁকা।
লিখার ফরমেট আমার ভীষণ পছন্দ হয়েছে মি. শংকর দেবনাথ।
বরাবরই আপনার লিখা সুন্দর এটা বলার অপেক্ষা রাখেনা। অভিনন্দন জানবেন।
ধন্যবাদ দাদা।
আরিব্বাহ শংকর দা। গ্রেট জব।

ধন্যবাদ।
অনেক সুন্দর। কাগজে ছাপানোর মতো সাজানোটাও অসাধারণ।
ধন্যবাদ।
নকসি করা কাঁথা-
মায়ের আঁচল পাতা।
বাহ!! চমৎকার।
ধন্যবাদ