উঠে আসে এক আশ্চর্য বালিকা –
মধ্যরাতে অকস্মাৎ
তোমার গায়ের গন্ধ থেকে –
যে আমার ব্রহ্মচর্য বিষয়ক
সমস্ত পান্ডুলিপি গিলে খায় আর
মৃত্যুবমণমন্ত্র শেখানোর ছলে
বিষদাঁত ভেঙে দিয়ে
হো হো করে হেসে ওঠে-
আমি শকুন তলায় বসে
শকুন্তলার মত গর্ভবান হতে থাকি-
মশারিমহল জুড়ে আততায়ী ঘাম
অধিকারনামা লেখে-
প্রতিটি মৃত্যু- আত্মহত্যা
অথবা পুনর্জন্ম –
””””””””””””””””””””””””””””””””””””””””
কবিতার জন্য ধন্যবাদ মি. শংকর দেবনাথ। শুভ সকাল।
প্রতিটি মৃত্যু- আত্মহত্যা অথবা পুনর্জন্ম – (কথাটি গুরুত্বপূর্ণ)।
শুভেচ্ছা কবি দা।
ভালোবাসা কবি শংকর দা।
শুভেচ্ছা নিন প্রিয় কবি দা।
বাহ্,,,,প্রকাশে মুগ্ধ।
পড়লাম।