অথবা

উঠে আসে এক আশ্চর্য বালিকা –
মধ্যরাতে অকস্মাৎ
তোমার গায়ের গন্ধ থেকে –
যে আমার ব্রহ্মচর্য বিষয়ক
সমস্ত পান্ডুলিপি গিলে খায় আর
মৃত্যুবমণমন্ত্র শেখানোর ছলে
বিষদাঁত ভেঙে দিয়ে
হো হো করে হেসে ওঠে-

আমি শকুন তলায় বসে
শকুন্তলার মত গর্ভবান হতে থাকি-

মশারিমহল জুড়ে আততায়ী ঘাম
অধিকারনামা লেখে-

প্রতিটি মৃত্যু- আত্মহত্যা
অথবা পুনর্জন্ম –
””””””””””””””””””””””””””””””””””””””””

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

7 thoughts on “অথবা

  1. কবিতার জন্য ধন্যবাদ মি. শংকর দেবনাথ। শুভ সকাল।

  2. প্রতিটি মৃত্যু- আত্মহত্যা অথবা পুনর্জন্ম – (কথাটি গুরুত্বপূর্ণ)।

মন্তব্য প্রধান বন্ধ আছে।