ভাষার এ’ মাস আশার এ’মাস
ভালবাসার ফালগুন এ’-
অ আ ক খ-র সঙ্গে খেলি
রঙ্গে নাচি তাল গুনে।
মায়ের এ’ মাস ভা’য়ের এ’ মাস
শিমূল-পলাশ অঙ্গনে-
ফাগের রাগে রাঙিয়ে হৃদয়
বঙ্গজনের সঙ্গ নে।
স্মৃতির মাস এ’ প্রীতির মাস এ’
গীতির মধু-সুর ভরা-
সঞ্জীবনী মন্ত্র শেখায়
গন্ধ লেখায় পূর্বরা।
প্রাণের এ’ মাস ত্রাণের এ’ মাস
স্বপ্ন-স্নানের ছন্দে রে-
পরদেশিদের ঘর ছেড়ে সব
অ আ ক খ-য় মন দে রে।
ছন্দ কথায় আপনার য কোন লিখাই অনবদ্য এবং অসাধারণ হয়ে আসে। অভিনন্দন।
পরিপাটি লেখা । বেশ l
ভাল হয়েছে