আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের চেতনায় উদ্ভাসিত বাঙালি জাতিসত্তার মাস ফেব্রুয়ারির ২২ ও ২৩ তারিখে কবিতাপত্র ‘দিকচিহ্ন’- এর উদ্যোগে দেশি-বিদেশি কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণ, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০’। এ উৎসবের থিম ‘ভেদাভেদহীন শান্তির পৃথিবী চাই’।
বর্তমান আর্থ-সামাজিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য সংরক্ষণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সাহিত্যের বিকাশ, বিশ্বের অন্যান্য ভাষার সাহিত্যিকদের সঙ্গে বাংলা ভাষার সাহিত্যিকদের মেলবন্ধন এবং সাহিত্যের সঙ্গে গণমানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করাই উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনদিনব্যাপী এ সাহিত্য উৎসবের আহ্বায়ক লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, যুগ্ম-আহ্বায়ক কবি ও সমাজ সংগঠক মোহন রায়হান। উৎসব উদ্বোধন করবেন লেখক ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উৎসবের ঘোষণাপত্র পাঠ করবেন লেখক ও সমাজতাত্ত্বিক অধ্যাপক সলিমুল্লাহ খান।
উৎসবে বাংলা ভাষার গতি প্রকৃতি, কবিতাঃ ব্যক্তি ও সমষ্টির দ্বৈরথ, বাংলা সাহিত্যের বর্তমান অবস্থা, বাঙালির ইংরেজি চর্চ্চা ও অনুবাদ সংকট, মাধ্যমের ভিন্নতা ও শিল্পের ঐক্য- শিরোনামের পাঁচটি পর্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন দেশ-বিদেশের শিল্প-সাহিত্যবোদ্ধা ও গুণীজন। এ ছাড়াও থাকবে দেশি-বিদেশি কবিদের স্বরচিত কবিতাপাঠ, আনুষ্ঠানিক সম্মাননা প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান।
বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০-এ অংশগ্রহণের জন্যে আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার অংশগ্রহণ আমাদের উৎসবকে আলোকিত করে তুলবে।
বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০ এর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। ঢাকায় থাকলে ইনশাল্লাহ আসবো। আপনাকে ধন্যবাদ মি. শেখ সাদী মারজান।
বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০ এর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি…..
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, করোনা ভাইরাসের কারণে বিদেশী সাহিত্যিকদের আসতে অসুবিধা হচ্ছে বিধায় বাংলাদেশ সাহিত্য উৎসব স্থগিত করা হয়েছে।