ফেরেনি কেউ

সেই শীতল বাতাস,
সেই নদীর ঢেউ,
চেয়ে থাকি প্রতিক্ষায়
তবুও ফেরেনি কেউ।

সেই চেনা পথ
সেই নব সূর্যোদয়,
চেয়ে থাকি আজও
হয়তো হবে উদয়।

গগনে প্রভাত জাগবে
নীড় হারা পাখিরগানে
ওরা ও স্বপ্ন দেখেছিলো
উল্লাস ভরা কলতানে।

সেই যে গেলো চলে
আজও ফেরেনি কেউ!
হয়তো আর ফিরবে না
দেখবে না জীবনের ঢেউ।

আকাশ’কে বলে যাই
পাহাড়’কে বলে যাই,
নদী’কে বলে যাই
পাখি’কে ও বলে যাই,
একদিন
চলে যাবো আমিও
ওদের মতো করেই,
গুডবাই গুডবাই।

12 thoughts on “ফেরেনি কেউ

  1. ‘গগনে প্রভাত জাগবে. নীড় হারা পাখিরগানে
    ওরা ও স্বপ্ন দেখেছিলো. উল্লাস ভরা কলতানে।’

    ___ অসাধারণ সহজবোধ্য লিখা উপহার। শুভ সকাল কবি মি. মোঃ সাহারাজ হোসেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আকাশ’কে বলে যাই
    পাহাড়’কে বলে যাই,
    নদী’কে বলে যাই
    পাখি’কে ও বলে যাই,
    একদিন
    চলে যাবো আমিও
    ওদের মতো করেই,
    গুডবাই গুডবাই।- সবাইকেই যেতে হবে।
    ভালো ছন্দময় লেখা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুকরিয়া প্রিয় মামুন ভাই।
      শুভেচ্ছা জানবেন

  3. সেই যে গেলো চলে
    আজও ফেরেনি কেউ!
    হয়তো আর ফিরবে না
    দেখবে না জীবনের ঢেউ।
    এভাবেই আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। শুভেচ্ছা নিন কবি ভাই।

  4. একদিন
    চলে যাবো আমিও
    ওদের মতো করেই,
    গুডবাই গুডবাই – সবাইকেই একদিন বলতে হবে গুড বাই।
    জানি না কবে সেই ডাক আসে….ধন্যবাদ কবি। শুভেচ্ছা গ্রহণ করুন।

  5. বেশ সহজবোধ্য সুন্দর লেখা।
    আশা করি ভাল আছেন প্রিয় সাহারাজ ভাই। শুভেচ্ছা রইল :)

    1. শুকরিয়া ভাইজান।
      জ্বী আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।
      আশা করি আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।