এসএসসি পরীক্ষায় শুধু দীর্ঘশ্বাস-
৯৬ ফেল করলাম – উহু !
কি জ্বালা যন্ত্রনা কি অপম্মান ?
৯৭ আবার শুরু করি নতুন প্রত্যায়
হা কি ভাগ্য একই বেঞ্চের সাথে শেলি;
সেই হাতঘঁড়ি সেই লাল জামা
কি আনন্দ কি মজাই না শেষ হলো পরীক্ষা ।
-তারপর মামার বিয়েতে চকিবাড়ি
জোনাইয়ের আলোকৃত সন্ধ্যার নেমে এলো-
মামী কে নিয়ে কি হৈ হল্লোর-
হঠাৎ রাগারাগি,নাম ভুলা কণ্ঠসরে –
শেলি তোর গায়ে সরবরি !
একটু মুছকি হাসাহাসি ওদিখে গা ঝারাঝারি
কিছু দিনপর রসগোল্লা খাওয়ার-
এসএসসি এর পরীক্ষার রেজাল হলো-
কলেজে ভর্তি আবার দেখা হলো
একই ক্লাশ রোমে কত স্মৃতি রয়েছে
এক দুষ্ট সরবরির মাঝে ।
২৫/০১/১৭
=======
সবই স্মৃতি।
ভালো লাগলো
অনেক ধন্যবাদ
আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কেবলই স্মৃতি। শুভেচ্ছা জানবেন মি. সরকার।
জ্বি মুরুব্বী দা ঠিক বলেছেন – ভাল থাকুন
ধন্যবাদ।
স্মৃতির মিনারে আজনম
ভালো লাগলো কবিতা।
জ্বি মামুন দা ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ
শুভসকাল । স্মৃতিকাতরতা কারই বা না থাকে ।
শুভেচ্ছা জানবেন।
শুভ দুপুর
আপনিকেউ শুভেচ্ছা রইল
স্মৃতিকথা ভালো লেগেছে কবি। শুভেচ্ছা নিন।
জ্বি রশিদ দা
অনেক ধন্যবাদ ভাল থাকুন——
* স্মৃতি কথা বলে কিন্তু নিরন্তর…
কেউ বুঝি কেউ বোঝার চেষ্টা করিনা।
সুন্দর।
হুসাইন দা
অশেষ ধন্যবাদ
বেশ ভাল লাগল। আশা করি ভাল আছেন। শুভেচ্ছা নিবেন।
কিছু বানান বিভ্রাট আছে, শুধরে নিলে আরো ভাল দেখাবে
আনু দা
খুবি ভাল লাগল
ভাল থাকুন————