সেই সরবরি

এসএসসি পরীক্ষায় শুধু দীর্ঘশ্বাস-
৯৬ ফেল করলাম – উহু !
কি জ্বালা যন্ত্রনা কি অপম্মান ?
৯৭ আবার শুরু করি নতুন প্রত্যায়
হা কি ভাগ্য একই বেঞ্চের সাথে শেলি;
সেই হাতঘঁড়ি সেই লাল জামা
কি আনন্দ কি মজাই না শেষ হলো পরীক্ষা ।

-তারপর মামার বিয়েতে চকিবাড়ি
জোনাইয়ের আলোকৃত সন্ধ্যার নেমে এলো-
মামী কে নিয়ে কি হৈ হল্লোর-
হঠাৎ রাগারাগি,নাম ভুলা কণ্ঠসরে –
শেলি তোর গায়ে সরবরি !

একটু মুছকি হাসাহাসি ওদিখে গা ঝারাঝারি
কিছু দিনপর রসগোল্লা খাওয়ার-
এসএসসি এর পরীক্ষার রেজাল হলো-
কলেজে ভর্তি আবার দেখা হলো
একই ক্লাশ রোমে কত স্মৃতি রয়েছে
এক দুষ্ট সরবরির মাঝে ।
২৫/০১/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

15 thoughts on “সেই সরবরি

  1. আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কেবলই স্মৃতি। শুভেচ্ছা জানবেন মি. সরকার।

  2. শুভসকাল । স্মৃতিকাতরতা কারই বা না থাকে ।
    শুভেচ্ছা জানবেন।

  3. * স্মৃতি কথা বলে কিন্তু নিরন্তর…
    কেউ বুঝি কেউ বোঝার চেষ্টা করিনা।
    সুন্দর।

  4. বেশ ভাল লাগল। আশা করি ভাল আছেন। শুভেচ্ছা নিবেন।
    কিছু বানান বিভ্রাট আছে, শুধরে নিলে আরো ভাল দেখাবে :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।