হে আমার সত্য ন্যায়ের অস্ত্রবিদ
উঠো জেগে উঠো ওই চির সত্যে,
সত্যের যাত্রাপথে অস্ত্র ছেড়ে তুমি
দিওনা কখনো আশ্রয় মিথ্যে।
যদিও সত্যের সম্মুখে হানা দেয়
ভয়াবহ এক নিকষকালো রাত্রি,
তোমার পথের গতি রুদ্ধ না করে
লক্ষ্য দৃঢ় রেখে হও সত্যের যাত্রী।
হে আমার সত্য ন্যায়ের অস্ত্রবিদ
চিড়ে ফেল সকল মিথ্যের কাঁটাতার,
মিথ্যেবাদীর সাথে লড়তে হবে
করতে হবেই হবে আজ হুশিয়ার।
হে আমার সত্য ন্যায়ের অস্ত্রবিদ
যাত্রা শুরু করো বুকে রেখে হিম্মৎ,
দুরন্ত দুর্বার ছুটতে হবে বারবার
নতুন দিগন্তে উদিত এক ভবিষ্যৎ।
‘হে আমার সত্য ন্যায়ের অস্ত্রবিদ
যাত্রা শুরু করো বুকে রেখে হিম্মৎ,
দুরন্ত দুর্বার ছুটতে হবে বারবার
নতুন দিগন্তে উদিত এক ভবিষ্যৎ।’
___ আলোকিত হোক সমকালীন প্রজন্ম।
ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।
শুভেচ্ছা জানবেন
জানলাম কবি। ধন্যবাদ।
ভালো লিখেছেন । শুভকামনা জানবেন ।
শুকরিয়া।
শুভেচ্ছা রইলো
যদিও সত্যের সম্মুখে হানা দেয়
ভয়াবহ এক নিকষকালো রাত্রি,
তোমার পথের গতি রুদ্ধ না করে
লক্ষ্য দৃঢ় রেখে হও সত্যের যাত্রী। – এমনই হওয়া উচিত।
ধন্যবাদ প্রিয়
মামুণ ভাই।
শুভেচ্ছা জানবেন।
হে আমার সত্য ন্যায়ের অস্ত্রবিদ
চিড়ে ফেল সকল মিথ্যের কাঁটাতার,
মিথ্যেবাদীর সাথে লড়তে হবে
করতে হবেই হবে আজ হুশিয়ার।
শুভেচ্ছা এবং শুভকামনা রইলো কবি।
ধন্যবাদ প্রিয়
মামুনুর রশিদ ভাই।
শুভ কামনা আপনার জন্যেও।
সুন্দর শুভ কামনা রইল
শুকরিয়া।
শুভ কামনা রইলো আলমগির ভাই
সুন্দর আহবান। শুভেচ্ছা রইল কবি।
শুকরিয়া।
শুভেচ্ছা রইলো আনু আনোয়ার ভাই।