ছড়া

একটা ছড়া গাছে ধরে
একটা ভাসে পানিতে
একটা দূরে ছিটকে পড়ে
তাদের টানা টানিতে

একটা ছড়া ঘাসে গজায়
একটা উড়ে আকাশে
একটা ছড়া সোজা হাটে
চায় না হতে বাকা সে

একটা ছড়া বৃষ্টি ঝরায়
একটা হাটে রোদে
একটা ঝুলে ফাসির কাঠে
ক্ষোভে প্রতিশোধে

একটা ছড়া প্রেমে থাকে
একটা থাকে প্রীতে
একটা ছড়া পেয়ে যাবে
প্রিয়ার সমাধিতে

একটা ছড়া গানে থাকে
একটা থাকে খামারে
একটা ছড়া প্রাণে থেকে
জড়িয়ে রাখে আমারে…

4 thoughts on “ছড়া

  1. চমৎকার ছড়া পদ্য। শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. একটা ছড়া গানে থাকে
    একটা থাকে খামারে
    একটা ছড়া প্রাণে থেকে
    জড়িয়ে রাখে আমারে… এভাবেই জড়িয়ে থাকুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. ছন্দে ছন্দে মুগ্ধ করে দিলেন প্রিয় কবি।
    অসাধারণ লিখনী।
    শুভেচ্ছা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।