ঐ পাড়

ও পারুক মাঝি আমায় নিয়ে
যাবি কিনা বল?
তোর তরী খানা স্রোতে স্রোতে
ঐ পাড়ে নিয় চল?

বহুদিনের স্বপ্ন আমার ঐ পাড়ে
দিবো একবার পাড়ি,
দিন নেই রাত নেই শুধু ঐ পাড়ের
স্বপ্নে আমি উড়ি।

চল পারুক মাঝি চল চল
স্রোতে ভাসিয়ে তরী,
এই পাড় ছেড়ে ঐ পাড়
শক্ত করে ধরি।

এই পাড়ে আর লাগেনা ভালো
জানিস পারুক মাঝি?
এখানে মানুষ রক্তের হলী খেলতে
মানুষ ধরে বাজি।

এখানে আমার সুখের বারান্দা জুড়ে
কিছুই আর নেই!
এখানে আমার শীতের বারান্দা জুড়ে
কোনো রোদ নেই!

সব ধূলিসাৎ হয়ে মিশে গেছে
মানুষের আর্তনাদে!
তাই এখন আমার এই পাড়ে
দিন কাটে বিষাদে!

ও পারুক মাঝি ও পারুক মাঝি
চলরে আমায় নিয়ে,
ঐ পাড়ে ঘরবাড়ি গড়বো আমি
নতুন স্বপ্ন দিয়ে।

5 thoughts on “ঐ পাড়

  1. ছড়া বা পদ্য লিখনের জন্য ধন্যবাদ কবি মোঃ সাহারাজ হোসেন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এখানে আমার সুখের বারান্দা জুড়েকিছুই আর নেই!এখানে আমার শীতের বারান্দা জুড়েকোনো রোদ নেই! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
    শুভেচ্ছা।

  3. বহুদিনের স্বপ্ন আমার ঐ পাড়ে
    দিবো একবার পাড়ি,
    দিন নেই রাত নেই শুধু ঐ পাড়ের
    স্বপ্নে আমি উড়ি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।