শেষ বিকেলের ফুল ও বালকটি


অতঃপর শেষ বিকেলে ফুলের হাতছানি পেল বালকটি। হয়তো ফুলটি তার জীবনে সৌরভ ছড়াবে, হয়তোবা নয়। সময় বড়োই স্বার্থপর; কারো জন্যে থেমে থাকে না। সময়ের সাথে তাল মিলিয়ে মানুষগুলোও যার যার পথ খুঁজে ফেরে। জীবনের এই পথ পরিক্রমায় যেনো কেউ কারো নয়! ক’জনইবা প্রিয়জনের তরে অপেক্ষার প্রহর গুনতে পারে!

তাই গোধূলীর ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে ”শেষ বিকেলের ফুলকে” ঊষার আলোয় রাঙানোর স্বপ্ন দেখাতে পারে নি বালকটি। ভাঙ্গা স্বপ্নের তালিকায় হয়তো যোগ হবে আরেকটি কলাম, একটি ফুলের নাম এবং টুকরো টুকরো স্মৃতির কিছু স্ন্যাপশট। তারপর? তারপর ক্রমশঃ ধুলো জমবে স্মৃতির ডাইরীর পাতায়। ধুলোর উপর ধুলোর আস্তর জমবে, একসময় মিহি ধুলোর স্তর ঢেকে দিবে বালকের সেই অনুভুতিগুলো।

কিন্তু বহু বছর পর…

কোন এক একাকী বিকেলে খোলা আকাশের বুকে ডুব দিয়ে; বা গোধূলীর ক্রান্তিলগ্নে অস্তমিত সূর্যের শেষ ঝলক দেখতে দেখতে; কিংবা ঝিরি ঝিরি বরষায় ইষৎ উষ্ণ চায়ের কাপে চুমুক দিতে গিয়ে, হয়তো হঠাৎ করে ফ্ল্যাশব্যাক হবে স্মৃতির ডায়েরীতে। অবচেতন মন আনমনে খুঁজে বেড়াবে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু অনুভূতিকে। একসময় ধুলো সাফ হয়ে মানসপটে ভেসে উঠবে সেই কলাম, একটি ফুলের নাম এবং টুকরো টুকরো স্মৃতির কিছু স্ন্যাপশট।
#বালক_by_Kamal_Uddin_Mehedi (ফেসবুক হ্যাশট্যাগ)
————————–0———————-

১) স্ন্যাপশট= হঠাৎ করে তোলা বিশেষ মূহুর্তের ছবি।
২) স্মৃতির স্ন্যাপশট= জীবনে ঘটে যাওয়া বিশেষ মুহূর্তগুলোর ছবি স্মৃতিতে সংরক্ষিত থাকা।
৩) বালক= একটি চরিত্র। A nondescript character.
পূর্ব প্রকাশিত।

2 thoughts on “শেষ বিকেলের ফুল ও বালকটি

  1. আপনার গদ্য লিখা গুলোন আমার কাছে অসাধারণ লাগে।
    অভিনন্দন মি. কামাল উদ্দিন মেহেদী। আপনার উপস্থিতি আরও চাই। এবং নিয়মিত। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।