সেলাই করা শার্ট

নতুন চকচকে শার্ট গায়ে দিতে কি-যে ভালো লাগে,
মনটা ও প্রেস ফ্রেশ লাগে।
কিন্তু চকচকে তো সবমসময় আর থাকেনা!
যতই লাক্স সাবান দিয়ে ধৌত করিনা কেনো,
আগের মতো আর চকচকে হয় না!

শার্টের বোতামগুলো এখন প্রাই জরাজীর্ণ অবস্থায়!
ওগুলো সেলাই করতে করতে সেলাই এর অবশিষ্ট কিছুই নেই!

তবুও মায়ের ওই সূক্ষ্ম হাতের সুই-এর সেলাই এ প্রত্যেকটি বোতাম হয়ে উঠে একেকটি নক্ষত্র,
যেনো নক্ষত্রের ছোঁয়ায় আমার সমস্ত শরীর ভাসছে।

শার্টের বোতামগুলো এখনো নক্ষত্রের মতোই উজ্জ্বল,
মায়ের স্নেহশীল হাতের বিন্যাসে পুরনো শার্ট-টি নতুনের মতোই লাগে,

কিন্তু আগের মতো মায়ের হাতে সেলাই করা শার্ট এখন আর গায়ে দেয়া হয় না!
আমার খুব কষ্ট হয়! খুব কষ্ট!!!!

7 thoughts on “সেলাই করা শার্ট

  1. ‘প্রেস’ শব্দটা কি ‘ফ্রেশ’ হবে কবি? ভালো লেগেছে।

    1. ফ্রেশ হবে।
      অশেষ কৃতজ্ঞতা জানবেন

  2. দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো

    আপনার কবিতাটি পড় মনে পড়ে গেল তাই কোড করলাম নিচের লেখাটি। আপনার লেখাটির গঠনশৈলি একটু দুর্বল লেগেছে তবু ভাবের চমৎকারিত্বে আর গভীর ভালোবাসার এই লেখাটি আমার ভাল লেগেছে। আমার মাকে মনে পড়ে গেল যে। আহা কতদিন কতদিন তোমাকে দেখি না।

    মাকে আমার পড়ে না মনে ।
    শুধু যখন বসি গিয়ে
    শোবার ঘরের কোণে ;
    জানলা থেকে তাকাই দূরে
    নীল আকাশের দিকে ,
    মনে হয় মা আমার পানে
    চাইছে অনিমিখে ।

    কোলের ‘পরে ধরে কবে
    দেখত আমায় চেয়ে ,
    সেই চাউনি রেখে গেছে
    সারা আকাশ ছেয়ে ।
    আপনার প্রতিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. কোলের ‘পরে ধরে কবে
      দেখত আমায় চেয়ে ,
      সেই চাউনি রেখে গেছে
      সারা আকাশ ছেয়ে ।
      সত্যিই তাই।

      গঠনমূলক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা ভাইজান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।