আজ মুসলিম জাতির হয়েছে
হরেক অধঃপতন!
ক্রমশ হারিয়ে যাচ্ছে দ্বীন
ইসলামের চেতন।
তাই তো আজ সমাজ, দেশ
পচন ধরেছে,
পথহারা মুসলিম জাতি
ধুকে ধুকে মরছে!
মদ্যপানে তরুণ-তরুণী
হয় দিশেহারা,
পথে-ঘাটে অশ্লীল যৌনাচারে
লিপ্ত তারা।
খেলা-ধুলায় জাতিকে আজ
ব্যস্ত রাখছে,
ফেইসবুক, ইন্টারনেটে তরুণ-তরুণী
বিপথগামী হচ্ছে।
দেশী বিদেশী চ্যানেলগুলো দেখে
পরকিয়া শিখছে,
যতই বলি দেখিসনারে এসব চ্যানেল
তবুও দেখছে!
বি-পথে হেটে হেটে আজ
অন্ধকার চারিধার!
এখন সামনে পিছনে নেই
আলোকিত আধার।
জাতিকে আজ জিম্মি করছে
ভিন্ন এক চক্র দল,
এভাবেই হারালো মুসলিম জাতির
ঈমানী শক্তি-বল।
আজ মুসলিম জাতির এক ইমাম প্রয়োজন
করি ঐক্যের আহ্বান,
যতসব চক্র হবেই হবে ধূলিসাৎ
আছে মোদের কুর-আন ।
ওহে মুসলিম জাতি, ভয় নেই ভয় নেই
এসো ছেড়ে অন্ধকার!
ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও অপসংস্কৃতি মোচনে
করি দীপ্ত অঙ্গীকার।
জাগো মুসলিম জাগো
হয়ে জ্বিহাদী,
আমরা বীর সৈনিক
আমার আজাদী।
জাগো মুসলিম জাগো
হয়ে জ্বিহাদী,
* জ্বিহাদের কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম কবি ! হুম, আল্লাহ সবাইকে রিপুর বিরুদ্ধে জ্বিহাদ করার তৌফিক দান করুন !
আমীন আমীন ছুম্মা আমীন।
পরম করুণাময় আল্লাহতাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমীন।
শুভ সকাল মি. মোঃ সাহারাজ হোসেন।
ছুম্মা আমীন