আমার আর মশারি লাগে না
এখন আর আমি রাত জাগি না, রাত্রি জাগে;
দূর পাহাড়ের গা বেয়ে নেমে আসা অন্ধকারে
আমার রাত্রিরা খুঁজে ফেরে ধুপছায়া সন্ধ্যাসব;
একটা একটা প্রহর প্রহৃত হয় কালের অকাল
ঘ ন্টা; কেউ কেউ আরতি দেয় বিরল ময়াময়া,
হালে আর কেউ কোনোদিন পানি পায় না!
এদিকওদিক চায়.সবদিকে নিসিন্দার লেলিহান
চোখ, জটায়ুর মতো নিরীক্ষিত বুক সেও ঠায়
পায় না, থরোথরো কাঁপে; কলংকিত চাঁদ লুকায়
মুখ, লজ্জারাও মুখ গুঁজে দেয় কবুতরের খাপে;
অবশ্য এতো সব আয়োজনে কারো কিছু আসে
যায় না!
একদিন সুতিয়াখালি আমাকে ভাবিয়েছিলো,
লুপাট হয়েছিলো আমার অতীত উঠোনের হামান
দিস্তা, ফুরিয়ে গিয়েছিলো আস্ত সমস্ত কালি ও
কলম; এখন মশাখালিও আমাকে তেমনি ভাবায়,
আমার আর মশারি লাগে না, জানবাজ প্রতিটি
প্রহর গান গায়… রাত্রিরা অসম্ভব জেগে থাকে
পাহারাদার প্রভুভক্ত কুকুর…… !!
অনন্য ধারার কবিতায় সর্বদাই শুভেচ্ছা রাখি প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ।
কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
আমার আর মশারি লাগে না, জানবাজ প্রতিটি
প্রহর গান গায়… রাত্রিরা অসম্ভব জেগে থাকে
পাহারাদার প্রভুভক্ত কুকুর…… !!
কৃতজ্ঞতা জানবেন।