কেউ ঘুমায় দামি খাটে
কেউ বা ফুটপাত,
ঘুম তো হয় দু”পক্ষেরই
নেই তো কোনো তফাত।
এই বেশ ভালো আছি।
খাট নেই পালন নেই
তাতে কি আসে যায়,
ঘুম তো হয় আরামে
এই মাটির বিছায়।
এই বেশ ভালো আছি।
বিছানা যেমন তেমন
হোক তা এলো-মেলো
আমার তো ঘুম হয়
কি-বা এলো গেলো।
এই বেশ ভালো আছি।
আমার নেই গাড়ি বাড়ি
নেই কোটি কোটি টাকা,
তবু বেশ সুখে আছি
এই তো বেঁচে থাকা।
এই বেশ ভালো আছি।
বেঁচে থাকার সংগ্রাম
করছি আমি দিনরাত,
হয়তো একদিন আসবে
আলোকময় প্রভাত।
এই বেশ ভালো অাছি।
স্বপ্ন নিয়ে বাঁচি।
“খাট নেই পালঙ্ক নেই তাতে কি আসে যায়,
ঘুম তো হয় আরামে এই মাটির বিছানায়।”
মাটির বিছানার ঘুম নিঃসন্দেহে আরামের ঘুম। আবার এই মাটিই আমাদের শেষ গন্তব্য।
”বেঁচে থাকার সংগ্রাম
করছি আমি দিনরাত,
হয়তো একদিন আসবে
আলোকময় প্রভাত।”
কবির জন্য শুভকামনা। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়।
বেশ ভালো। শুভেচ্ছা, কবি!