সোনার ছেলে

সোনার ছেলেরা কই?
এসো দ্বীনি ছায়াতলে রই,
জনকল্যাণে থাকবো মোরা
মানুষ হয়ে ঐক্য হই।

রক্তের খেলা খেলতে
দেবো নারে আর,
জাগো সোনার ছেলে
ছাড়ো বীরের হুঙ্কার।

বাঁচাতে হবে আজ
পৃথিবীর মজলুম মুসলমান!
বিশ্ব মুসলিম জাগো
দেখো কাঁদছে আরাকান!

জাগো সোনার ছেলে
কণ্ঠে তুলে শ্লোগান,
বিশ্বজুড়ে জানোয়ার সঙ্গ
করতে হবে অবসান।

হুঙ্কারে হুঙ্কারে কাঁফুক
উঠুক জয়ের তুফান,
পৃথিবীর সব নাস্তিক মুরতাদ
হবেই এবার পেরেশান !

চলবে লড়াই শেষ জামানার
আয়রে আয় মুসলমান,
ঘরে বসে তছবীহ গুনে
ঠিক হবেনা ঈমান।

2 thoughts on “সোনার ছেলে

  1. ‘চলবে লড়াই শেষ জামানার… আয়রে আয় মুসলমান,
    ঘরে বসে তছবীহ গুনে… ঠিক হবেনা ঈমান।’ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. তছবি গুনার দিন শেষ। এখন মুসলমানদের অস্তিত্ব আজ হুমকির মুখে। কাফের বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে এখনই লড়াই করার উপযুক্ত সময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।