– অমন গভীরভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখিস চোখ?
-দেখছি আবোলতাবোল!
-আবোলতাবোল কী?
-এই যে দেখ।
-ছিঃ ছিঃ!
– ছিঃ ছিঃ করিস ক্যান?
-এসব কি দেখিস তুই?(!)
– কি এমন হইছে, একটা ফটো মাত্র। দেখলে ক্ষতি কি?
-তুই তো নিজেকে খুন করছিস! তোর চোখ একটা খুনী!
যে চোখ খুনি! সেখানে তো খুন হয় আলো প্রতিদিন।
-কেমনে কী?
– এই যে উলঙ্গ ফটো’কে আবোলতাবোল চোখে দেখিস! তোর কাছে তো এই ফটোর রঙ ও নিরাপদহীন’রে!
-আরে না, নিরাপদ আছে, একা একা লুকিয়ে দেখছি। কেউ দেখছে না।
– না কেউ একজন তো দেখছেন।
– কে?
– আল্লাহ্।
7 thoughts on “ফটো জেনা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পরম করুণাময় সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সকল কিছু জানেন। আমাদের পাপের সাজা নিশ্চিত করেন, সবচেয়ে বেশী ক্ষমা করে দেন। তিনি পরম দয়ালু। আমীন।
তিনি আমাদের প্রকাশ্য এবং গোপন সব পাপ মুছে দিক। আমীন। ছুম্মা আমীন।
নিশ্চয়ই পরম করুণা ময় ঈশ্বর আমাদের দেখেন।
দয়াময়ী আমাদের সকল পাপের কাজ থেকে হেফাজত করুক। আমীন।
প্রচ্ছদ ছবি আর লেখার সারমর্ম গ্রহন করার মতো। শুভেচ্ছা কবি দা মোঃ সাহারাজ হোসেন।
অশেষ শুকরান প্রিয় মেম।
আল্লাহ্ সর্ব শক্তিমান।