খুঁজে খুঁজে অনেক ঘুরলে
নিঃসঙ্গতায় কাটছে দিন
দুঃখের পাতায় জমছে ঋণ
স্বপন ভাঙ্গে ফিকে রঙে
শুকনো পাতার মড়মড়ে
সুখ বুঝি ঐ যায় দূরে
অনুরাগের পুষ্পদলে
খুশবো ছড়ায় স্নিগ্ধতা
তাতেও বাড়ে রিক্ততা।
খুঁজে খুঁজে অনেক ঘুরলে
নিঃসঙ্গতায় কাটছে দিন
দুঃখের পাতায় জমছে ঋণ
স্বপন ভাঙ্গে ফিকে রঙে
শুকনো পাতার মড়মড়ে
সুখ বুঝি ঐ যায় দূরে
অনুরাগের পুষ্পদলে
খুশবো ছড়ায় স্নিগ্ধতা
তাতেও বাড়ে রিক্ততা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শব্দনীড়ে স্বাগতম মি. সেতুবন্ধন। লিখা তো পড়লামই; প্রশ্নও আছে আপনি আসলে কোথায় ? কোথাও নেই। লিখাটি বহু সময় আগে রেকর্ডে ছিলো। শব্দনীড় ফিরিয়ে দিলো।
যদ্দুর মনে পড়ে আপনার লেখা শব্দনীড়ে আমি পড়েছি। স্বাগতম দাদা।
চমৎকার লেখেছেন কবি দা————–
শব্দনীড়ে স্বাগতম।
আরে সেতু ভাই! কোথায় ছিলেন এতদিন? ভাল আছেন?


* সুপ্রিয়, শব্দনীড়ের পাতায় অনেক বেশি লেখা হতো, দেখা হতো, কথা হতো নিয়মিত। ভালো থাকুন সবসময়। শুভরাত্রি।