নিশিভোর


ছবি সংগৃহীত।

আশ্রয় চাই আমি এক আল্লাতে,
বিতাড়িত সেই শয়তান হতে।
করিলাম শুরু, নামে আল্লাহ মহান,
করুণা আর দয়া যার পরম অফুরান।
.
বল হে নবি,
আমি আশ্রয় করি প্রার্থনা প্রভাতের রব কাছে,
এমন কিছু হতে যা অবাঞ্ছিত তার সৃষ্টি মাঝে।
যখন রাত্রি আসে ঘিরিয়া আঁধার অনিষ্ঠ সাথে লয়ে,
সেই ক্ষতি হতে আশ্রয় চাই যা করে যাদুকর ফুৎকার দিয়ে।।
.
আরও আশ্রয় চাই আমি মোর খোদা পরে,
হিংসুকের খারাপ হতে যখন সে হিংসা করে।।
.
০৪/০৩/২০১৭
(সূত্রঃ আল-কুরআন, সুরাঃ ফালাক, আয়াতঃ ০১-০৫)

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

4 thoughts on “নিশিভোর

  1. পরম করুণাময় আল্লাহতাআলা সর্ব শক্তিমান এবং দয়ালু। আমীন। ভালো থাকুন কবি।

    1. আপনিও ভালো থাকবেন………. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2.  নন্দিত  ভাবে  উপস্থাপন । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।