পুরোটা শূন্যতা

আমার মুঠোভরতি শূন্যতা,
দেহের উপর, নিচ, চারপাশ,
প্রবলভাবে ঘিরে রেখেছে শূন্যতা।
আমার ডান, বাম, এপাশ ওপাশ পুরোটাই,
আবদ্ধ রেখেছে শূন্যতার দেয়াল।।
.
মাথার উপরের ছাদ, পায়ের নিচের জমি,
আমার অবস্থান, প্রস্থান,
পুরোটা জুড়েই মাতম করছে শূন্যতা।
এখানে ওখানে যেখানে আমার আঙুল রাখি,
সেখানেই জন্ম নেয় শূন্যতার বিষফোঁড়া।।
.
আমার চোখজোড়া ভরতি শূন্যতার দৃষ্টিতে,
আমার কবিতার পঙক্তি, শব্দ আর কাগজে,
শূন্যতার ছন্দময় উথান পতন।
জাগরণ, স্বপন, ভালোবাসা, আবেগ, অনুভব,
সবটুকু হিসেব বেহিসেব জুড়ে কেবলই শূন্যতা।।
.
৩০/১০/২০১৮
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

3 thoughts on “পুরোটা শূন্যতা

  1. শূন্যতার ছন্দময় উথান পতন।
    জাগরণ, স্বপন, ভালোবাসা, আবেগ, অনুভব,
    সবটুকু হিসেব বেহিসেব জুড়ে কেবলই শূন্যতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শুন্যে ভর করে যেতে হবে বহুদূর

    থামালে হবে না যেতেহবে অচিনপুর।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।