স্তব্ধ অন্ধকারে ছায়া ফেলে চাঁদ কুয়াশার পরে,
উড়ে যায় বরফের মেঘ পাখির মতো সীমান্ত শেষে।
কত ঘুমহীন চোখ জেগে থাকে মধ্যরাত্রির বেলকনি ধরে,
কত দূর পথ বেয়ে উড়ে আসে হীম বাতাস।
তারপর কিছু পাতা ঝরা শিশিরের মৌন পতন,
চুপচাপ পায়ে চলে নদীর বুকে শামুকের দল।।
.
আঙিনায় মরে পরে রয় কিছু সন্ধ্যা ফুলের থোকা,
কখনো শব্দ বাড়ে দু-একটা শালিকের ডানায় ডানায়।
আকাশে জ্বলে নক্ষত্রেরা জোনাকির আলোর মতো,
শান্ত স্রোতের মতো বয়ে যায় কত গভীর সময়।
দীর্ঘ প্রতিক্ষায় কাঁটে অবসরে জমা অপেক্ষারা,
মিথ্যে আশ্বাসে ভাঙ্গে স্বপ্ন দুয়ার, কাটে ঘুমের নেশা।
জেগে উঠি-
সহসাই মনে পড়ে যেন কাকে ভালোবেসে,
এমনই গোপন সময়ে লিখেছিলাম কত সহস্র কবিতা;
কারো চোখ ছুঁয়ে,
কল্পনায় ডুবে কারো বুকের ভিতর।।
.
১১/০১/২০২০
#StayAtHome #StaySafe
3 thoughts on “স্মৃতি ও বিস্মৃতি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতা। অভিনন্দন এবং শুভেচ্ছা কবি মাসুদুর রহমান (শাওন)। নিজে লিখুন এবং আপনার সহ-ব্লগারদের লিখায় আপনার মন্তব্য থাকবে এটাই আমাদের কাম্য।
পড়ে মন পুলকিত হল।
অসাধারণ বয় অন্য কিছু নয়।