আমাকে চেনার মতো করে দেখেছো কখনো…?
তবে পাবার মতো করে চাও কেন…?
আগলে রাখার মতো করে ধরেছো কখনো…?
তবে পাশে থাকার মতো করে দাঁড়াবে কী করে…?
.
আগে আমার শূন্যতা বোঝ, তারপর পূর্ণতা দিও,
আগে দেখে নাও, কতটা উত্তাপে পুড়ি প্রতিক্ষণ,
যদি সইতে পারো, তবেই কেবল দেবো,
আমার মূল, শাখা-প্রশাখার, সবটুকুন মৌন ভালোবাসা।।
.
১৮/১১/২০১৮
#StayAtHome #StaySafe
3 thoughts on “শর্ত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার ভাবনার প্রকাশ।
হৃদয়ের কথা। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
নির্মল শুভেচ্ছা রইলো কবি মাসুদুর রহমান শাওন। নিরাপদ থাকুন।