সমাজ গড়ার কারিগর

সমাজ গড়ার কারিগর হে প্রিয় শিক্ষক।
তোমাদের ঘরে নাই বাজার-সদাই!তা দেখে করবার নাই কোনো নিরীক্ষক।
যা মাইনে পাইতা অতীতে,
তাঁহাতে চলতো সংসার কোনো মতে।
তবে, আজিকা সেই মাইনে পাওয়ার রাস্তায় নেমে এসেছে কুয়াশা।
তাই তো মনে তৈরি হয়েছে ধোঁয়াশা!

ত্রানের লেশমাত্র অবলোকন করো নাই চক্ষে,
তোমার মনে ভয়, এই বুঝি মান যাচ্ছে।
ঘরের ঘরণী চিক্কুর দিচ্ছে!
হাটের বেলা ফুরচ্ছে।

তোমার অনটন দেখবার নাই কোনো জন-টন!
মাথা বারবার করে উঠে টনটন
কার থেকে পাওয়া যায় ঋণ-টিন;

পকেট তাঁর শূন্য
তবু শিক্ষা দানে করনা কখনো কার্পণ্য
তাই তো তোমার সম্মানের ঝুলি পরিপূর্ণ।
সর্বদা চাইছ সংকটের বেলা তাইতো
খেয়ে না খেয়ে ধরে রাখতে সম্মান সম্পূর্ণ।
আমি ও চাই; হে প্রিয় শিক্ষক তোমার মর্যাদা বাঁচুক সর্বক্ষণ,
তোমার শিক্ষায় গড়ে উঠুক জ্ঞানী গুণী আর ত্রান চুর, মান চুর, সব চুর,সব চুর।

গোলাম কিবরিয়া সৌখিন সম্পর্কে

গোলাম কিবরিয়া সৌখিন। চট্টগ্রামে ২০০৩ সালের ১০-ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার, কসবা উপজেলায় সপরিবারে নিজ গ্রামে অবস্থান করছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উনি শৈশব থেকেই ভাবুক ও দার্শনিক চিন্তা করতে পছন্দ করেন।আর সেই ভাবনার প্রতিফলন হিসেবে কবিতার হাতেখড়ি শুরু। কবি শুধু লিখে যেতেই চান না, তিনি চান সবার সাথে উনার ভাবনা গুলোকে ছড়িয়ে দিতে এবং সেই ভিত্তিতে কবি বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন কবিতার অনলাইন মিডিয়ায় কবিতা লিখে চলেছেন। এবং অন্যান ভাবনা গুলি একত্র করে সমসাময়ীক লিখা লিখে থাকেন। সকলের ভালোবাসা এবং উৎসাহ নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। কবি ভবিষ্যতে কর্ম জীবনে উনার কবিতার কিছু বই প্রকাশ করার ইচ্ছে পোষণ করেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত নিয়ে আবেদন এই ভাবনার কবি গোলাম কিবরিয়া সৌখিনের।

4 thoughts on “সমাজ গড়ার কারিগর

  1. 'আমি ও চাই; হে প্রিয় শিক্ষক তোমার মর্যাদা বাঁচুক সর্বক্ষণ,
    তোমার শিক্ষায় গড়ে উঠুক জ্ঞানী গুণী আর ত্রাণ চোর, মান চোর, সব চোর, সব চোর।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. প্রিয় অশেষ ভালোবাসা জানবেন।    

    1. প্রিয় মহী। ভালোবাসা জানবেন।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।