এতো কাছে তোমার বসবাস,
এতোটা নিকটে বুকের ভিতর তুমি।
এতো চিৎকারে তোমাকে ডেকে যাই,
অথচ আমায় শুনতে পাওনা তুমি।
হয়তো শুনেও অভিমান বুকে ধরে,
দূর দিগন্তের শেষে ছুঁয়ে আছো বিষণ্ণ মেঘ।।
.
১২/০৮/২০১৯
6 thoughts on “অথচ তুমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এতো কাছে তোমার বসবাস,
এতোটা নিকটে বুকের ভিতর তুমি।
এতো চিৎকারে তোমাকে ডেকে যাই,
অথচ আমায় শুনতে পাওনা তুমি।
হয়তো শুনেও অভিমান বুকে ধরে,
দূর দিগন্তের শেষে ছুঁয়ে আছো বিষণ্ণ মেঘ।।
.
১২/০৮/২০১৯
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অক্ষর বর্ণ ও শব্দ সবই কমনীয় ।
ধন্যবাদ প্রিয়…..
সুন্দর একটি ছোট কবিতা পড়লাম। আমার শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ।
ধন্যবাদ………
বাহ চমৎকার অনুভব কবি দা
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন
ঈদ মুবারক………