আমি এক দিকভ্রান্ত শৈবাল,
ভেসে যাই এ-কিনার ও-কিনার করে।
কী করে ছোঁবো রত্ন তোমায়…?
তুমি যে থাকো গভীর জলের পরে।।
.
৩১/০৭/২০১৯
10 thoughts on “অণু কবিতা- ২৩২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি এক দিকভ্রান্ত শৈবাল,
ভেসে যাই এ-কিনার ও-কিনার করে।
কী করে ছোঁবো রত্ন তোমায়…?
তুমি যে থাকো গভীর জলের পরে।।
.
৩১/০৭/২০১৯
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মুগ্ধ হলাম লেখায়
ধন্যবাদ জনাব……..
চমৎকার অনুগল্প কবি দা
ধন্যবাদ আপনাকে………
ছোট কবিতা সুন্দর কবিতা।
ধন্যবাদ ও ভালোবাসা………
বাহঃ ভালো লাগলো।
ধন্যবাদ প্রিয়……..
অসাধারণ ছন্দোবদ্ধ
ধন্যবাদ রইলো………