নিয়ন আলোয় তোমার শহর, জেগে থাকে রোজ।
ধূসর আঁধার ঢাকে আমায়, শূন্যতে নিখোঁজ।
তোমার পাড়ায় সুরের বাঁধন, বেঁধে রাখো গানে,
আমার ঘরে ব্যথার হাওয়া, বয়ে যায় আনমনে।।
.
০৮/০৬/২০১৯
3 thoughts on “অণু কবিতা- ২১৮”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিয়ন আলোয় তোমার শহর, জেগে থাকে রোজ।
ধূসর আঁধার ঢাকে আমায়, শূন্যতে নিখোঁজ।
তোমার পাড়ায় সুরের বাঁধন, বেঁধে রাখো গানে,
আমার ঘরে ব্যথার হাওয়া, বয়ে যায় আনমনে।।
.
০৮/০৬/২০১৯
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সৌন্দর্যময় কথামালা ।
শুভেচ্ছা জানবেন কবি মাসুদুর রহমান শাওন। শুভ সকাল।
অনবদ্য। শুভেচ্ছা -সহ শুভকামনা থাকলো।