হয়তো আকাশ, নদীজল, তীরের হাওয়া,
সব জেনে গেছে, তুমি কার নিবিড় বকুল হয়ে আছো।
কেবল বিষণ্ণ সন্ধ্যা, ব্যাকুল তিয়াসের কণ্ঠ জানে,
তোমার নাম কেবল খুদিত আমার বুকের গভীরে।।
.
০৩/০৬/২০১৯
5 thoughts on “অণু কবিতা- ২১৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হয়তো আকাশ, নদীজল, তীরের হাওয়া,
সব জেনে গেছে, তুমি কার নিবিড় বকুল হয়ে আছো।
কেবল বিষণ্ণ সন্ধ্যা, ব্যাকুল তিয়াসের কণ্ঠ জানে,
তোমার নাম কেবল খুদিত আমার বুকের গভীরে।।
.
০৩/০৬/২০১৯
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অণু কবিতা আমার কাছে সব সময়ই বেশ ভালো লাগে। অভিনন্দন কবি মাসুদুর রহমান। মনে হয় ছোট্ট এই পরিসরে ছোট কথায় অনেক কথা বলা হয়ে গেলো।
ধন্যবাদ…..
অনন্যসাধারণ
ধন্যবাদ….
চমৎকার