অজস্র দক্ষ সংসারী পাখি,
হঠাৎ একদিন পথ ভুল করে,
হারিয়ে যায় অবেলার হাওয়ায়।
সারারাত পাহারায় থাকা,
নামহীন নক্ষত্রও আচমকা কখনো,
খসে পড়ে নিভে যায় গভীর অন্ধকারে।
এমনই কত যত্নে মোড়ানো ভালোবাসাও,
ধীরে ধীরে কোন একদিন,
মরে যায় কেবলই অবহেলায়।।
.
২৭/১০/২০২০
4 thoughts on “নিয়মের খেলা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কথা কাব্যে অসাধারণ বক্তব্য উঠে এসেছে কবিতায়। শুভেচ্ছা জানবেন কবি।
ধন্যবাদ ও ভালোবাসা…
নান্দনিক উপস্থাপন
ধন্যবাদ জানবেন…