বলবো না

কথা দিলাম
অভিমান অনুযোগ প্রশ্নই উঠে না
কষ্ট গুলো ঠাঁয় দাঁড়িয়ে নীল পদ্ম
তোমায় আর দেবো না
লাল গোলাপ যত্নে আর ফোটাব না

অধিকার নিয়ে ভালবাসার সবুজ ঘাসে
তোমায় নিয়ে আর কখনো বসবো না
জোছনা রাতে তোমার হাতে হাত রেখে
সুরে সুরে আর গাইবো না

হাস্নাহেনা তোমায় আর সাধব না
আহ্লাদে ঠোঁট বাঁকিয়ে
মিথ্যে শাসন আর না
দোহাই তোমার হাত উঁচিয়ে
বুকে আস এমন ঢং করোনা
বেহায়া আমি তোমার বুকে
সব ভুলে ঝাঁপিয়ে আর পরবো না

তোমায় নিয়ে আর একটি রাতও
দীর্ঘশ্বাস ফেলব না
লোক দেখানো ভণ্ডামিতে
লজ্জায় লাল হয়ে আর হাসব না
নতুন কোনো রেসিপি আর না
নির্জনে তোমার চোখে চোখ রেখে
ভালোবাসি আর কখনো বলবো না
কথা দিলাম।

20 thoughts on “বলবো না

  1. বিপদজনক কবিতা কবি সাজিয়া আফরিন। অবস্থা এই হলে বেচারার দূর্যোগ নিকটবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

  2. মনে হচ্ছে অনেক অভিমান জমে আছে । নিপুণ কাব্য সন্দেহ নেই।   

    1. কবিতাটি অনেক আগের আপা। ছেলেমানুষী বলতে পারেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  3. অধিকার নিয়ে ভালবাসার সবুজ ঘাসে
    তোমায় নিয়ে আর কখনো বসবো না
    জোছনা রাতে তোমার হাতে হাত রেখে
    সুরে সুরে আর গাইবো না

    এতো অভিমান কেন, দিদি? ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই তো শ্রেয়! 

    অভিমান নিয়ে দারুণভাবে লেখনী ফুটিয়ে তুলেছেন, এতে কিন্তু মোটেও সন্দেহ নেই। শুভকামনা থাকলো দিদি।               

    1. কবিতাটি অনেক আগের কবি দা। একদম ছেলেমানুষী বলতে পারেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  4. অভিমানের কথা দিলাম কথাটিও কিন্তু সুন্দর শোনায় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. নতুন কোনো রেসিপি আর না
    নির্জনে তোমার চোখে চোখ রেখে
    ভালোবাসি আর কখনো বলবো না
    কথা দিলাম। devil

  6.  অভিমানের কবিতা দারুণ হয়েছে আপুনি শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  7. খণ্ডকালীন হলে ঠিক আছে, দীর্ঘমেয়াদী হলে চলবেন বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. তোমায় নিয়ে আর একটি রাতও
    দীর্ঘশ্বাস ফেলব না
    লোক দেখানো ভণ্ডামিতে
    লজ্জায় লাল হয়ে আর হাসব না

     

    * অসাধারণ কবিতার প্রতিটি চরণ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভরাত্রি।

  9. সুন্দর লেখনী। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
    কবিতার গভীরে অস্পষ্ট ক্লান্তি আর নৈরাশ্যের ব্যথাময় স্মৃতিকথা।
    কবিতার শব্দচয়ন ও ভাষাপ্রকাশ ও কাব্যভাবনা অসাধারণ।
    কবিতাটি সবার হৃদয় জয় করবে বলে আশা রাখি।
    সাথে থাকবেন। প্রত্যাশা করি।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।