স্বপ্নের ভালোবাসা

স্বপ্ন ছিল কেউ একজন..
একরাশ জনতার মাঝে
একটি সুগন্ধি ফুল হাতে
একদিন বলবে, “ভালোবাসি তোমাকে”।

স্বপ্ন ছিল কেউ একজন..
কোন এক শরৎ পূর্ণিমাতে
তুষার শুভ্র মুকুটধারী হিমাদ্রিকে
সাক্ষী রেখে বলবে, “ভালোবাসি তোমাকে”।

স্বপ্ন ছিল কেউ একজন..
সুরের মুর্ছনায় প্রাণবন্ত রেস্তোরাঁর
আলো আঁধারি কক্ষে
আমার হাতে হাত রেখে
ফিসফিসিয়ে বলবে,” ভালোবাসি তোমাকে”।

স্বপ্ন ছিল কেউ একজন..
হঠাৎ কোন বর্ষণমুখর সন্ধ্যায়
মেঘের গর্জনে ভীত আমাকে
বুকে জড়িয়ে বলবে, “ভালোবাসি তোমাকে”।

স্বপ্ন ছিল কেউ একজন..
নক্ষত্রময় রাতে নিস্তব্ধ বালুকা বেলায়
কপালে উষ্ণ চুম্বন এঁকে দিয়ে
চিৎকার করে বলবে,”ভালোবাসি তোমাকে”।

স্বপ্ন ছিল কেউ একজন
সকল অপূর্ণতাকে তুচ্ছ করে
নির্ঘুম রাতের অশ্রু মুছে
চাপাস্বরে বলবে, ” ভালোবাসি তোমাকে”।

স্বপ্ন ছিল কেউ একজন
ভালবাসবে চিরন্তন।

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

10 thoughts on “স্বপ্নের ভালোবাসা

  1. কিছুকাল পর আপনার কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি নাদেরা ফারনাছ। শুভ সকাল। আশা করি ভালো ছিলেন। নিয়মিত থাকুন শব্দনীড়ে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমিও  শব্দনীড়ের কবি,লেখক,পাঠকবৃন্দকে

      খুব মিস করেছি।

  2. আহা! দারুন রোম্যান্টীক কবিতা। খুব ভালো লাগলো। 

  3. সুন্দর একটা কবিতা উপহার দিলেন, কবি। শুভকামনা থাকলো। 

  4. আপনাদের ভালোবাসাই আমার সৃষ্টির অনুপ্রেরণা, ধন্যবাদ আপনাকে।

  5. কবিতাটি দৃষ্টি আকর্ষণ করেছিল। মন্তব্য করা হয়নি। 

     

    ভালো লাগলো।  

    শুভকামনা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।