জানুয়ারী ২০২৫ থেকে শব্দনীড়কে শব্দলিপি নামে পুনরায় চালু করা হয়েছে সেই থেকে নিরবিচ্ছিন্ন ভাবে শব্দলিপি চালু আছে। শব্দলিপির আয়ের নির্দিষ্ট কোন উৎস নেই। এই সাইট চালু রাখতে ডোমেইন ,সার্ভার,হোষ্টিং,ব্যবস্থাপনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আপনার প্রতিষ্টানের বিজ্ঞাপন শব্দলিপিতে দিতে পারেন। এক কালীন বা মাসিক ভিত্তিতেও অনুদান বা সাহায্য করতে পারেন ।
আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দলিপি হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দলিপির পাশে। শব্দলিপি অনলাইনে রাখার জন্য আপনার সহায়তা কামনা করছে।
বিজ্ঞাপন বা অনুদান দিতে মন্তব্যে জানালে আমরা আপনার সাথে যোগাযোগ করবো, সাথে থাকুন ।