মানুষটা যে ছিল-কি তার প্রমাণ?
প্রমাণ আছে ওর ঘরের প্রতিটি দেওয়ালে।
নিত্য আসা-যাওয়া সময়ের ব্যবধান
তারও তো দরকার-শুধু সময়ের তালে তালে।
কি নাম? বাপ-মায়ের আদরের ডাকা
স্নেহ ভালোবাসা, নয় সে তো অবাঞ্ছিত কারো,
কর্মের বন্ধনে বেঁচে থাকা, তা না হলে ফাঁকা।
শূণ্যতার আঁচলে বাঁধা বুঝি গেরো-
তবুও তো তাকে বেঁধে রাখা দায়,
পশ্চিম আকাশে দে’খ আবছা আঁধার
পায়ে পায়ে ধেয়ে সময় কি চলে যায়?
ওই সুর্য অস্তাচলে; হাসা কাঁদা সবই সার।
18 thoughts on “জীবন জিজ্ঞাসা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জীবন জিজ্ঞাসায় উত্তর এমনটাই হবে প্রত্যাশিত ছিলো মি. সৌমেন কুমার চৌধুরী।
ধন্যবাদ শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।
আমার মনে হয় জীবন জিজ্ঞাসার পরিণতি শুধু শূন্যতে।
শূন্যতা সমাপ্তির সূচনা করে-তাই না ,কবিবর?
অনেক ভালোবাসা।
শূণ্যতার আঁচলে বাঁধা বুঝি গেরো- তবুও তো তাকে বেঁধে রাখা দায়। জীবন সমীকরণ।
মন্তব্যে মুগ্ধ!!
ভালোবাসা নিরন্তর।
জীবনের সংজ্ঞা ভীষণ জটিল দাদা।
বেশি জটিলে ঢুকে লাভ নেই!! জীবন উপভোগ করুন….হা..হা..
ভালো থাকবেন বোন।
কর্মের বন্ধনে বেঁচে থাকা, তা না হলে জীবন আঁধি ফাঁকা কবি সৌমেন দা।
ধন্যবাদ ভাই।
ভালোবাসা নেবেন।
জীবনের একটিই জিজ্ঞাসা … হে মানব তোমার নিঃশেষ কবে।
ভালো বলেছেন কবিবর…
ভালোবাসা অনন্ত।
জীবন জিজ্ঞাসা সিম্পল। কর্মের বন্ধনে বেঁচে থাকা, তা না হলে ফাঁকা।
মন্তব্যে আপ্লুত!!
ভালোবাসা কবি।
জীবনে বহু জিজ্ঞাসার উত্তর মেলানো কঠিন,জীবন হলো একটি সংগ্রামের নাম।
ধন্যবাদ কবি।
শুভেচ্ছা ও ভালোবাসা।
ওই সুর্য অস্তাচলে; হাসা কাঁদা সবই সার।
সুন্দর লাইনটি।
সুন্দর প্রয়াস। অসাধারণ লেখনী। বিষয়বস্তু সুন্দর।
প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
মন্তব্যে অনুপ্রাণিত মান্যবর।
আপনার হাতধরেই(সূত্রধরে) শব্দনীড়ে আসা।
ভালোবাসা নেবেন,পাশে রাখবেন।
।।জয়গুরু।।