শব্দমুক্তি

নিশুতি রাতে শব্দগুলি
আমার ঘরে বন্দি,
তাই না দেখে মাথায়
জন্মালো এক ফন্দি।
সাজাতে গিয়ে শব্দ
হলাম বেশ জব্দ,
শেষে ছেড়ে হাল
মুক্তি শব্দের পাল।
নিদ্রা দেবীর করি আরাধনা,
কাব্য লেখা সোজা কাজ না।

18 thoughts on “শব্দমুক্তি

  1. সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ান মি. সৌমেন কুমার চৌধুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ স্যার।

      ভালো থাকবেন।

  2. সংক্ষিপ্তে সুন্দর হয়েছে লিখাটি কবি দা। :)

    1. আপ্লুত!!

      ভালো থাকবেন প্রিয়কবি

    1. ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

    1. ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

    1. ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

    1. ধন্যবাদ প্রিয়কবি।

      ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

    1. ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

  3. নিশুতি রাতের জটপাকানো শব্দ মুগ্ধ হলাম। ভালো লাগলো।   

    1. প্রিয়কবির মন্তব্যে আপ্লুত!!

      ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

    1. ভালোবাসা নিরন্তর।

      ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।