কানামাছি ভোঁ ভোঁ
যারে পাস তারে ছোঁ,
কানামাছি বল নারে পার্থের দোষ কি,
গণপিটুনির মতো মজাদার ঘুষ কি?
জল পড়ে পাতা নড়ে
পার্থকে মনে পড়ে,
গণপিটুনিতে মরে তসলিমা সস্তা
পড়শীর ছাদে হাসে পার্থের বস্তা।
বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা,
এডিসের তান্ডবে দিশেহারা দেশবাসী,
জনগণ ছিঁড়ছে নিজেদের কেশ রাশি।
আগডুম বাগডুম
ঘোড়াডুম সাজে
ভিআইপি সচিবেরই
ঢাক ঢোল বাজে,
বাজে না তো ঢাক কভু শোষিতের কান্নায়,
শোষকেরা ঘুম দেয় তেল ঘষে নাকটায়।
পথঘাট আটকিয়ে চামচারা রাখে আর
মুমূর্ষু রোগী মরে জ্যামে পড়ে পাপে কার?
অবৈধ লেনদেনে কোটিপতি সেবকেরা
ফার্স্ট ক্লাশ সিটিজেন তারাই তো দেশসেরা।
বাহ বাহ… চমৎকার।
শুভেচ্ছা সতত । ভালো থাকুন আপনি।
সুন্দর কবিতার উপস্থাপনা। ছন্দময় কাব্যিকতায় মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে ধন্যবাদ।
জয়গুরু!
আপনাকেও ধন্যবাদ কবি । শ্রদ্ধা জানবেন।
অবৈধ লেনদেনে কোটিপতি সেবকেরা,
ফার্স্ট ক্লাশ সিটিজেন তারাই তো দেশসেরা।
যুগ যুগ ধরে এক শ্রেণীয় চাটুকার সাধারণকে অসাধারণ বানিয়ে ফেলেছে। এসব অসুস্থ্য অসাধারণেরা নিজেকে সর্বোচ্চ ক্ষমতাবান ভাবেন। অন্যায় সুযোগ নেন। কারণ কোথাও যে জবাবদিহিতা নেই। দিতে হয় না।
তারা জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়ে চাকরীতে জয়েন করে জনগণের মালিক বনে যান। এই তো স্বদেশ অদ্ভুত উটের পিঠে সওয়ার।
ধন্যবাদ শ্রদ্ধেয়।
ফার্স্ট ক্লাশ সিটিজেন বলে কথা !! আমাদেরকে তৃতীয় শ্রেনীভুক্ত করা হয়েছে।
আমজনতা মৃত্যু আর দাসত্বের জন্য চুক্তিবদ্ধ। আর জনতার চাকরেরা মালিকপক্ষ আজ । ধন্যবাদ ভাই।
ঠিকই বলেছেন কবি রুকশানা হক আপা।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
নাগরিক চিরকালই শোষিত হয়। রাষ্ট্রযন্ত্রকে সৎ থাকা চাই দিদি ভাই।
রাষ্ট্রযন্ত্রই বিকলাঙ্গ । বলার কিছু নেই । কোথাও কোন জবাবদিহিতা নেই। ভালো থেকো দিদি ।
নাগরিক অধিকার কোথাও কি আছে !!
এদেশটাই চাকরের, নাগরিকের নয় ভাই। শুভ সকাল।
জানিনা শান্তি আর সাম্যতা কবে আসবে। মানুষের মধ্যে সততা নেই।
সততা শব্দটি যাদুঘরে সাজিয়ে রাখার বস্তু এখন। ধন্যবাদ দাদা ।
সত্য লিখেছেন আপা।
লিখে আর কি হয়রে ভাই। যেই লাউ সেই কদু। ভালবাসা অফুরান।
সোনার দেশে ছেয়ে গেছে বিভীষিকা ঘোর।
হ্যাঁ তাই। দেবতা রুষ্ট আজ। শুভেচ্ছা আপনাকে।
বাহ্ চমৎকার প্রিয় কবি রুকশানা হক আপু। অভিনন্দন।
অনেক ধন্যবাদ ভাই ।ভালো থাকুন।