একদিন সব ভূমি ভরে যাবে
ছোট ছোট পায়রার খোপে
ছোট ছোট মানুষের পরমানু বাসা
ছোট ছোঁয়া, ছোট সুখ, ছোট ভালোবাসা।
একদিন মানুষের হাত থেকে নদী
হারাবেই অনবধানে,
পরিজন পরিষেবা আকাল গ্রস্ত
ছোটবেলা নির্ভার হাসিমুখ, অভিমানে
দুর্লভ, গতির দাপটে।
সুখে থেকো, ভালো থেকো আশীষ বেরঙ
ভোগবাদী ঝড়ে
একদিন গৃহকোণ সরাইখানা –
কালো রঙ আলো হবে
আইনী নিগড়ে।
অসাধারণ মানের লিখা। আশা করবো ক্রমিক মানের সব লিখাই পড়তে পারবো।
শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় কবি সৌমিত্র সৌমিত্র চক্রবর্তী। ধন্যবাদ।
এ ভালোবাসা রাখা আছে যত্নের তোরঙ্গকোণে। ভাইয়া মুরুব্বী।
একদিন মানুষের হাত থেকে নদী
হারাবেই অনবধানে,
পরিজন পরিষেবা আকাল গ্রস্ত
ছোটবেলা নির্ভার হাসিমুখ, অভিমানে
দুর্লভ, গতির দাপটে।
হৃদয়ের শব্দে বাস প্রিয় সাহিত্যসেবী ভাই মামুনের।
অনবদ্য দাদা
ভালো থাকুন অবিরত প্রিয় আলমগীর সরকার লিটন।
আবার ফিরে পেয়ে বেশ লাগছে দাদা! ভাল আছেন?
হ্যাঁ ভাই ভালো থাকার চেষ্টা করি অবিরত।
অনেক ভাল লেগেছে, আপনার লেখনি বরাবর যেমন ভাল লাগে।
এই তো চলার পাথেয় আমার। ভালো থাকুন প্রিয় ফকির আবদুল মালেক।
ভালো লাগলো
অশেষ ধন্যবাদ প্রিয় সালজার রহমান সাবু।