তুই ছুঁয়ে দিলে বাজ ছুঁয়ে যায়
ছত্রিশঝোরা,
গাছ ঝলসানো ধূ ধূ উল্লাসে
একলা পাহাড়।
তুই ছুঁয়ে দিলে শতভিষা তারা
ইচ্ছেকোটরে
তাঁতি নিষ্ঠায় একমনে বোনে
রোশনি কুর্তা।
তুই ছুঁয়ে দিলে হরা ভরা ক্ষেত
প্লাবণবন্দী,
স্তর ক্রমে জমে পলি আর বালি
প্রত্নপ্রহরে।
তুই ছুঁয়ে দিলে বানজারা দেহ
খাইবার পাস
পার হয়ে গড়ে ঝাঁকড়াচুলের
মহেঞ্জোদারো।
তুই ছুঁয়ে দিলে সকালের চা
আপসে মিষ্টি,
বৈরী ভাবনা ছুঁড়ে ফেলে এক
আবেস্তা বেদ।
4 thoughts on “ঊর্ণি চূর্ণি ১৪”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কিছু শব্দ আমাদের দেশে অপ্রচলিত তবুও সুন্দর কবিতা প্রিয় কবি সৌমিত্র।
বেশ লাগল দাদা
তুই ছুঁয়ে দিলে সকালের চা


আপসে মিষ্টি,
বৈরী ভাবনা ছুঁড়ে ফেলে এক
আবেস্তা বেদ- অনেক ভালো লাগলো প্রিয় কবিদা’
তুই ছুঁয়ে দিলে বাজ ছুঁয়ে যায়
ছত্রিশঝোরা,
গাছ ঝলসানো ধূ ধূ উল্লাসে
একলা পাহাড়।
তুই ছুঁয়ে দিলে শতভিষা তারা
ইচ্ছেকোটরে
তাঁতি নিষ্ঠায় একমনে বোনে
রোশনি কুর্তা।
এমন চরণ এক অন্যরকম ভালোলাগার সৃষ্টি করে, তৃপ্তি পাই প্রিয় কবি।