স্পিন বলের উইকেট

দিনটা বেশ ভারী ভারী উষ্ণমুখে মিষ্টি হাড়ি-
উইকেটটা আজ টানপরা কর করা বালি বালি
স্পিন বলে করবো আউট শূন্যরানের কারি কারি-
মুরালিধরণ, মোস্তাকের মতো অনুকরণের রাগি
বিরাটকলি কিংবা ব্রাঃ লারার ব্যাট ধরার স্ট্রাইলি।

সাজিয়েছি জন্ডিরোজ আর নাসিরের ফিলডিং !
যতোই ভাবো টন্ডুলকার আর তামিমের মারমুখি;
জিলাপির পেচের মতো সাদাবলের ঘুর্ণিপাক-
ছেড়েদিবো ঠিক ম্যাডেল উকেট বরাবরি ধাক!
ভাবো না মাঝে মাঝে আর একটু বাউন্সের রাগ।

১৮/০১/১৭
=======
15965243_10211782719352649_5779884720998369389_n

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “স্পিন বলের উইকেট

  1. কবিতার আদল যথেষ্ট ভিন্ন মাত্রিক মি. সরকার। কবিতার জয় হোক। :)

  2. সাজিয়েছি জন্ডিরোজ আর নাসিরের ফিলডিং !
    যতোই ভাবো টন্ডুলকার আর তামিমের মারমুখি;
    জিলাপির পেচের মতো সাদাবলের ঘুর্ণিপাক-
    ছেড়েদিবো ঠিক ম্যাডেল উকেট বরাবরি ধাক!
    ভাবো না মাঝে মাঝে আর একটু বাউন্সের রাগ- ভালো লাগলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি দাদা
      ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ
      ভাল ধাকুন—-

  3. কাব্যের সাথে ক্রিকেট বোদ্ধা!! অসাধারণ হয়েছে।।

    1. জ্বি দাদা
      একটু খেলাধূলার সাথে না মিশলে কাব্যরস হয় না
      ভাল থাকুন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।