গাজা স্ট্রীপ

রাষ্ট্রপুঞ্জের ছুঁচলো গর্বিত মাথায়
পতপতিয়ে উড়ছে কাটা শিশুমুণ্ড,
শাইলকের ফর্ক ব্যাঙ্গহেসে মুখে তোলে
একটুকরো জরায়ুর কাবাব,
নেক্সট তারই বক্তৃতা শান্তির সপক্ষে।

তেলের কূপগুলোর চারপাশে
দাউদাউ অ্যাম্বার শিখায় বৃহদাকার ওভেন,
যেভাবেই হোক পরিস্কার রাখতেই হবে
আদ্যন্ত গলিত সোনার চলাচল পথ।

কোথাও বাদামি কুত্তির ঘেউ শান্তি ভাঙলেও
মিসাইল প্রহার অনিবার্য হয় ঈশ্বরের নামচায়,
কোথাও কোনো নাট্যমঞ্চে বিবেক স্পর্ধিত হলে
জিভ কেটে নিতে নিশপিশ করে সাদা আঙুল।
আগুন সর্বভূক, ছড়ানোর সাহস
নেভাতে আসবে ধর্মকল্যাণ,
পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।

রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
উড়ছে পতপত কাটা শিশুমুণ্ডের কালো চুল।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

22 thoughts on “গাজা স্ট্রীপ

  1. ‘রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
    উড়ছে পতপত কাটা শিশুমুন্ডের কালো চুল।’

    দুঃখজনক ভূমিকা। রাষ্ট্রপুঞ্জের ভূমিকার নিন্দা জানাই। :(

    1. নিন্দা জানানো ছাড়া আর কীইবা করার আছে প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা আমিন মোহাম্মদ ভাই। আপনাকে প্রহেলিকা নামে জানতাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
    রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।
    রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
    উড়ছে পতপত কাটা শিশুমুন্ডের কালো চুল। :(

  3. পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
    রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।
    রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
    উড়ছে পতপত কাটা শিশুমুন্ডের কালো চুল।

    সেই তো সম্মেলন হচ্ছে নামমাত্র । রক্তপাত খুন অন্যায় চলছে ।।
    এই সব জাতিসংঘ শুধু মাত্র শক্তিমানের পক্ষেই কথা বলে –
    এই সব সম্মেলন সত্যিই প্রহসন ।
    ভালো লিখেছেন । কবি । শুভকামনা জানবেন ।

    1. এই সব জাতিসংঘ শুধু মাত্র শক্তিমানের পক্ষেই কথা বলে —
      এই সব সম্মেলন সত্যিই প্রহসন। সত্যই তাই বোন নাজমুন নাহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. যেমন চলছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না কবি। 

    1. ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. রাষ্ট্রপুঞ্জের ছুঁচলো গর্বিত মাথায়
    পতপতিয়ে উড়ছে কাটা শিশুমুণ্ড,
    শাইলকের ফর্ক ব্যাঙ্গহেসে মুখে তোলে
    একটুকরো জরায়ুর কাবাব,
    নেক্সট তারই বক্তৃতা শান্তির সপক্ষে।

    শতভাগ প্রমাণিত। কবিকে ধন্যবাদ।    

  6. আগুন সর্বভূক, ছড়ানোর সাহস
    নেভাতে আসবে ধর্মকল্যাণ,
    পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
    রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।

    অসাধারণ। ব্যঙ্গময়। খুব ভালো লিখেন সৌমিত্রদা।

    1. অসংখ্য ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. অসাধারণ কবি ভাইজান। মানবতা আজও বিপন্ন অবস্থায় আছে।

    1. মানবতা আজও বিপন্ন অবস্থায় আছে। ঠিক বলেছেন আবু সাঈদ ভাই। 

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।