রাষ্ট্রপুঞ্জের ছুঁচলো গর্বিত মাথায়
পতপতিয়ে উড়ছে কাটা শিশুমুণ্ড,
শাইলকের ফর্ক ব্যাঙ্গহেসে মুখে তোলে
একটুকরো জরায়ুর কাবাব,
নেক্সট তারই বক্তৃতা শান্তির সপক্ষে।
তেলের কূপগুলোর চারপাশে
দাউদাউ অ্যাম্বার শিখায় বৃহদাকার ওভেন,
যেভাবেই হোক পরিস্কার রাখতেই হবে
আদ্যন্ত গলিত সোনার চলাচল পথ।
কোথাও বাদামি কুত্তির ঘেউ শান্তি ভাঙলেও
মিসাইল প্রহার অনিবার্য হয় ঈশ্বরের নামচায়,
কোথাও কোনো নাট্যমঞ্চে বিবেক স্পর্ধিত হলে
জিভ কেটে নিতে নিশপিশ করে সাদা আঙুল।
আগুন সর্বভূক, ছড়ানোর সাহস
নেভাতে আসবে ধর্মকল্যাণ,
পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।
রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
উড়ছে পতপত কাটা শিশুমুণ্ডের কালো চুল।
‘রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
উড়ছে পতপত কাটা শিশুমুন্ডের কালো চুল।’
দুঃখজনক ভূমিকা। রাষ্ট্রপুঞ্জের ভূমিকার নিন্দা জানাই।
নিন্দা জানানো ছাড়া আর কীইবা করার আছে প্রিয় ভাই।
সুন্দর! ব্যঙ্গময়তা ভাল লেগেছে।
ভালোবাসা আমিন মোহাম্মদ ভাই। আপনাকে প্রহেলিকা নামে জানতাম।
পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।
রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
উড়ছে পতপত কাটা শিশুমুন্ডের কালো চুল।
ভালোবাসা মহ. আল মামুন ভাই।
পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।
রাষ্ট্রপুঞ্জের লাল দাড়ির আগায়
উড়ছে পতপত কাটা শিশুমুন্ডের কালো চুল।
সেই তো সম্মেলন হচ্ছে নামমাত্র । রক্তপাত খুন অন্যায় চলছে ।।
এই সব জাতিসংঘ শুধু মাত্র শক্তিমানের পক্ষেই কথা বলে –
এই সব সম্মেলন সত্যিই প্রহসন ।
ভালো লিখেছেন । কবি । শুভকামনা জানবেন ।
এই সব জাতিসংঘ শুধু মাত্র শক্তিমানের পক্ষেই কথা বলে —
এই সব সম্মেলন সত্যিই প্রহসন। সত্যই তাই বোন নাজমুন নাহার।
অসাধারণ কবিতা।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
যেমন চলছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না কবি।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
শতভাগ প্রমাণিত। কবিকে ধন্যবাদ।
ভালোবাসা কবি নিতাই বাবু দা।
অতি সুন্দর। ভাল লাগা।
থ্যান্ক ইউ ফেনা ভাই।
আগুন সর্বভূক, ছড়ানোর সাহস
নেভাতে আসবে ধর্মকল্যাণ,
পায়ের তিনফুট নীচে ফুটছে গাজা,
রক্ত থইথই কার্পেটে আরামদায়ক শান্তিসম্মেলন।
অসাধারণ। ব্যঙ্গময়। খুব ভালো লিখেন সৌমিত্রদা।
অসংখ্য ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই।
অসাধারণ কবি ভাইজান। মানবতা আজও বিপন্ন অবস্থায় আছে।
মানবতা আজও বিপন্ন অবস্থায় আছে। ঠিক বলেছেন আবু সাঈদ ভাই।
সুন্দর কবিতা দাদা।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।