নোট ইশ্

নোটের আমি নোটের তুমি নোট দিয়ে যায় চেনা
থামা এবার পাঁচশো হাজার নোটবান্ডিল গোনা।
রাজমর্জি আবভি বাতিল কালো কালার্ড নোট
তাতেই নাকি শায়েস্তা সব জালমানুষি জোট।
ছুঁচের ছ্যাঁদা ভরতে গিয়ে চালুনি গলায় জল
ভোটতন্ত্র রাজতন্ত্র পুঁজিতন্ত্রের ছল।

দুম ডিসিশন ব্যাংক বন্ধ, দুম ডিসিশন চালু
দেশপ্রেমে ভর্তি ওদের পা টু ব্রহ্মতালু।
কি খাবি খা খেটে খাওয়া জ্যান্ত ভুতের ছানা
কুঁড়েঘরেই কালো টাকা এখন সবার জানা।
এমার্জেন্সি দেখিস নি! কি হয়েছে তাতে!
এই তো সবে কলির শুরু, মারবো পেটে ভাতে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

8 thoughts on “নোট ইশ্

  1. আহাহা। ভারতের সেই সময়ের কথা মনে পড়ে গেলো।
    সম্ভবত ২০১৬ ডিসেম্বর মাসের্ কথা। ঈশ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. ভাববার বিষয়! কিছুই বুঝে ওঠতে পারছি না শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। আশা করি মন্তব্যের প্রত্যুত্তরে বুঝতে পারবো ।

    দাদা আজ আমার একটা পোস্টে আপনার করা মূল্যবান মন্তব্য অনিচ্ছাকৃত ডিলিট হয়ে গেছে। আপনি কিছু মনে না করে, আমার উপর ক্ষ্মাসুন্দর দৃষ্টি নিক্ষেপ করবেন বলে আশা রাখছি।

    1. অসুবিধা নেই কবি নিতাই দা। মন্তব্য হারালে শব্দনীড় মডরেটর নিশ্চই ফেরেত দেবেন। যদি তাদের সার্ভারে থাকে। এখানে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। :) 

  3. সৌমিত্র দা, 
    এতো আমাদের দৈনন্দিন জীবনের কঠিন চালচিত্র এঁকেছেন ! এই কবিতারতো দেশ কাল পাত্র নেই । ইউনিভার্সাল ! আমরা সবাই ভোটতন্ত্র রাজতন্ত্র পুঁজিতন্ত্রের অসহায় বলি প্রতি মুহূর্তে,প্রতি পলে।কবিতায় ভালোলাগা ।

    1. এমন সুন্দর মন্তব্যে লিখার আগ্রহ পাই কবি খন্দকার ভাই। শুভেচ্ছা। :)

  4. কি খাবি খা খেটে খাওয়া জ্যান্ত ভুতের ছানা
    কুঁড়েঘরেই কালো টাকা এখন সবার জানা।

     

    * ছন্দের মেল বন্ধন আমার কাছে অসাধারণ মনে হয়েছে।

    অভিনন্দন কবি দাদা…….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।