ভালোবাসি রে তোকে। সবটাই এখনো বাসি। বেসে যাই প্রান্ত ছোঁয়া পর্যন্ত।
বাসি রে, ভালো বাসি তোকেই … পড়া, কাজ সূক্ষ্ম অভিমান খিস্তির অলংকারেও ‘বাসি তোকেই সূর্যাস্তের মরা বিকেলেও। পাতা ঝরবে টুপ চুপ হাওয়ায় শুখারুখা টান, চিতাগমণ স্বপ্নে আসে … তবুও … বাসি, হ্যাঁ রে তোকেই ভালোবাসি এখনো।
শুদ্ধ কিছু নেই সন্ধ্যেয় আঁশ গন্ধ, সারা সকাল আর বিকেল ঝড়ের তাণ্ডবে ধ্বংস ছবি, বিকেলের মৃত আলোয় প্রাচীন পুঁথি ডাকে অক্ষর হতে নিয়ত, জানি একদিন ডুবে স্মৃতি গিলে খাবে, তবুও ভালোবাসবো রে তোকেই।
বেসেই যাব।
খাড়া লাইনের গদ্য পদ্যের চাইতে কবিতার এই গদ্য রূপ নেহায়েত মন্দ হয়নি। অনেক শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
সাধারণ শব্দের কৌশলি ব্যবহারের কারণে শব্দগুলি এই কবিতায় অসাধারণ হয়ে ওঠেছে। এই যেমন "সবটাই এখনো বাসি। বেসে যাই প্রান্ত ছোঁয়া পর্যন্ত"।—–"বাসি তোকেই সূর্যাস্তের মরা বিকেলেও"। "সবটাই", "প্রান্ত ছোঁয়া", "মরা বিকেল"।
সবকিছু আধুনিক; উপমা এবং উপস্থাপনা। সব মিলিয়ে দারুণ লেগেছে।
ওয়াও দারুণ মন্তব্য ডেজারট ভাই। আদাব।
জানি একদিন ডুবে স্মৃতি গিলে খাবে, তবুও ভালোবাসবো রে তোকেই।
===বাহ দারুন কবির চাওয়া,

শুভেচ্ছা জানবেন কবি।
ভালবাসুন তাকে, প্রান খুলে।
সে কি ভাবল তাতে কিছু যায়না এসে।
ধন্যবাদ কবি শেখ বাবু ভাই।
* চমৎকার উপস্থাপনা কবি দাদা…


ধন্যবাদ কবি হুসাইন ভাই।