ছন্নছাড়া

আমার ভাগ্য লিখতে গিয়ে ওপরওয়ালা ঘুমিয়ে পড়েছিলেন ভাতঘুমে। আমি তো টুপ করে জন্মে গেলাম, এক গোছা অগোছালো সাদা পাতা নিয়ে। আমার জন্য ধরাবাঁধা ছক কাটা কুষ্ঠি ঠিকুজী কিম্বা জন্মপত্রিকা ইত্যাদি সীমান্তপারের রূপকথা।

আমার এলোমেলো পায়ের হাঁটাচলায় স্বাভাবিক চাওয়া পাওয়া ছিটকে পড়ে ছককাটা রাস্তার বাইরে। দাবার বোর্ডের ভেতরে সাদা কালো প্রজাপতির অক্ষরে ভাগ্য নিয়ে এগোয় ঈশ্বরী মানুষ। আমার অন্তহীন যাওয়া ভাগ্য ছাড়াই এগিয়ে চলে, কারন সেই সময়েই ঈশ্বরীয় ঘুম আমার ভাগ্য কেড়ে নিয়েছিল।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

4 thoughts on “ছন্নছাড়া

  1. 'আমার অন্তহীন যাওয়া ভাগ্য ছাড়াই এগিয়ে চলে, কারন সেই সময়েই ঈশ্বরীয় ঘুম আমার ভাগ্য কেড়ে নিয়েছিল।' ____ অসামান্য গদ্য। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।

  2. শুধু ভাবনার বুকে ঈশ্বর বন্ধী অসুখ 

    চমৎকার লাগল কবি দা————-

  3. শ্রদ্ধেয় দাদা, বরাবরেরমতো এবারও আপনার সুলিখিত কবিতাখানা আমাকে মুগ্ধ করেছে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা। কেমন আছেন?           

মন্তব্য প্রধান বন্ধ আছে।