চোর-কাঁটা

কুয়াশা ঘেরা রাত ছিলো সেদিন। অস্পষ্ট চরাচর। হিম ঝরে পড়ছিলো আকাশের বুক চিরে। কান্না ছিলো চোখে আমার। তবু তুমি ফিরেও দেখোনি।

সুখের আলপথ মাড়িয়ে চলে গেলে একরাশ দুঃখ ছড়িয়ে। চোখের কোনে টলোমল জল আর বিদীর্ণ হৃদয় নিয়ে দাঁড়িয়েছিলাম দুয়ারে। তবু বলতে পারিনি, ” যেও না আমাকে একলা এক দিগন্তের শূন্যতায় ফেলে”।

বলা হলো না আর। না বলা কথাটি কাঁটা হয়ে রক্ত ঝরায় আজো হৃদয়ে আমার।

4 thoughts on “চোর-কাঁটা

  1. 'বলা হলো না আর। না বলা কথাটি কাঁটা হয়ে রক্ত ঝরায় আজো হৃদয়ে আমার।' সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এটাই হয় তো জীবন সংসার

    সুন্দর ——-কবি দিদি

  3. চোখের কোনে টলোমল জল আর বিদীর্ণ হৃদয় নিয়ে দাঁড়িয়েছিলাম দুয়ারে। তবু বলতে পারিনি, ” যেও না আমাকে একলা এক দিগন্তের শূন্যতায় ফেলে”।

    কতোদিন পর এই মেজাজের কবিতা পড়লাম, ধন্যবাদ কবি ! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।