আমার বুকের বালি নিবি
ধূ ধূ মারীচ চর?
জল-ভাঙা রঙ কোপাই নিবি
আকুল অবসর!
একলা আমার একতারা সুর
একলা ধোঁয়ার সন্ধে,
নিবি আমার হারানো দিন
ব্যাকুল কিশোরবন্ধে!
টুপটুপিয়ে জল চোয়ানো
বিকল কলের ভ্রান্তি,
নিবি আমার পায়রাপোড়া
সফেদ রঙা শান্তি?
যা কিছু হোক দস্তানাতে
সবই দিতে রাজী –
চাইলে নোনা বুককুঠরী
রাখতে পারিস বাজী।
আমার বুকের বালি নিবি
বিবর্ণ সব স্বর?
নিবি আমার ভাঙাচোরা
শ্যাওলাধরা ঘর?
বেশ ছন্দময় কবি দা
সুনিপণ প্রকাশ।
একলা আমার একতারা সুর
একলা ধোঁয়ার সন্ধে,
নিবি আমার হারানো দিন
ব্যাকুল কিশোরবন্ধে!