তুই! ভাব আদরের ঘরে বড় হচ্ছিস,
আরও দুটি ফুল তোর হাতের মুঠোই-
কি ভাবছিস- গন্ধ ছড়াতে হবে না!
প্রতি জন্মের স্বাদটা নিচ্ছিস খুব ভালই;
আমাকে ভাবিস, কিছুই পাইনি-জীবনের
বাঁকে-বুঝে নিস সবটুকু তোর আরাধনা-
ঐ তারা দেখে ভাবিস- এভাবে জন্মের
স্বাদ আসবে- একদিন আমার মতো হবি
নতুন প্রজন্মের জন্য শুভ জন্মদিনটা
আগলে রাখিস-দুটো ফুলের ঘ্রাণ নিস
এপাশ ওপাশ হৈ হুল্লোর করে শুভ জন্মদিন-
কেক কাটা স্মৃতিময় আজ তোর জন্মদিন।
৩০ কার্তিক ১৪২৬, ১৫ নভেম্বর ২০
———————————–
শুভ হোক জীবন মান।
জ্বি মহী দা অশেষ ধন্যবাদ
আশীর্বাদ থাকলো। দীর্ঘজীবী হোক।
জ্বি কবি নিতাই দা অশেষ ধন্যবাদ
এপাশ ওপাশ হৈ হুল্লোর করে শুভ জন্মদিন-

কেক কাটা স্মৃতিময় আজ তোর জন্মদিন।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ