আজ তোর জন্মদিন

IMG_202

তুই! ভাব আদরের ঘরে বড় হচ্ছিস,
আরও দুটি ফুল তোর হাতের মুঠোই-
কি ভাবছিস- গন্ধ ছড়াতে হবে না!
প্রতি জন্মের স্বাদটা নিচ্ছিস খুব ভালই;

আমাকে ভাবিস, কিছুই পাইনি-জীবনের
বাঁকে-বুঝে নিস সবটুকু তোর আরাধনা-
ঐ তারা দেখে ভাবিস- এভাবে জন্মের
স্বাদ আসবে- একদিন আমার মতো হবি

নতুন প্রজন্মের জন্য শুভ জন্মদিনটা
আগলে রাখিস-দুটো ফুলের ঘ্রাণ নিস
এপাশ ওপাশ হৈ হুল্লোর করে শুভ জন্মদিন-
কেক কাটা স্মৃতিময় আজ তোর জন্মদিন।

৩০ কার্তিক ১৪২৬, ১৫ নভেম্বর ২০
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “আজ তোর জন্মদিন

  1. এপাশ ওপাশ হৈ হুল্লোর করে শুভ জন্মদিন-
    কেক কাটা স্মৃতিময় আজ তোর জন্মদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।