আন্ধের নগরী চৌপট রাজা গান গেয়ে
হেঁটে যাওয়ার সময়েই ভরদুপুরবেলায়
দুটুকরো হয়ে ছিটকে গেল লোককবির
বস্তুবাদ দেখে আসা ধড় আর মুণ্ডু।
ভয়ঙ্কর আতংকের ঝড়ের কালবৈশাখী
শনশন নরকের দক্ষিণ দরজায় কড়া নাড়ে
মেরুদন্ডে কাঁপন ধরিয়ে কবরের নীচ থেকে
উঠে আসে ঘুরন্ত মঞ্চের কন্ঠ, হাইল হিটলার!
ঠং ঠং আওয়াজে ইস্পাতী খরশান
দেশি বিদেশি মাস্কেট পিস্তল
মুড়ি মুড়কির মতো উড়ে যায় বোমা
শিল্পীর আঙুল ভাঙার শীৎকার
উড়ালপুলের নীচে থেঁৎলে যায় এক প্রজন্ম।
রাজা রানী মন্ত্রী কোটালের সমস্ত সাদা
পোষাকে এই মূহুর্তে অশুভ স্বস্তিক
মাথার ওপরে ওজন স্তর মৃত্যুর রঙে নীল
হঠাৎই এক নিষ্পাপ সতেরো কুড়িয়ে
নেয় দ্বিখণ্ডিত লোককবির গান
আন্ধের নগরী চৌপট রাজা…
পড়লাম। বরাবরের মতো সুন্দর পরিপক্ক লিখন।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র।
রাজা রানী মন্ত্রী কোটালের সমস্ত সাদা
পোষাকে এই মূহুর্তে অশুভ স্বস্তিক
মাথার ওপরে ওজন স্তর মৃত্যুর রঙে নীল
হঠাৎই এক নিষ্পাপ সতেরো কুড়িয়ে
নেয় দ্বিখণ্ডিত লোককবির গান
আন্ধের নগরী চৌপট রাজা… বরাবরের মতো অসাধারণ লেখনি প্রিয় কবিদা’!
শুভেচ্ছা

ভালোবাসা
নিরন্তর…।
হঠাৎই এক নিষ্পাপ সতেরো কুড়িয়ে
নেয় দ্বিখণ্ডিত লোককবির গান
এই তো পাওয়া, যায় যাক…
দুটুকরো হয়ে ছিটকে গেল লোককবির
বস্তুবাদ দেখে আসা ধড় আর মুণ্ডু।
এক ধরনের ঈর্ষা কাজ করে, বিশ্বাস করেন সত্যি, কেন আপনার মতো করে লেখতে পারিনা!