শুন্য হাতে পেতেছে দু’হাত

শুন্য হাতে পেতেছে দু’হাত

শুন্য হাতে পেতেছে দু’হাত। কর্দয্য আঁধারে। রাতের তিমিরে। ভরা অমাবশ্যায়। চাঁদ উঠবে না আজ। তাই তো রাতের মহারনের বিদ্রুপ আঁটে শুন্য মহা শুন্যে। যে খানে জীব জড় প্রভেদ বিফল। এক চিলতে আলোর মোহলীলা।

আঁধারে চেয়ে চেয়ে, চক্ষু আজ আঁধারে ঢেকেছে। এ যে আঁধার রাতের কারুকাজ। চম্পক বনে, যে টুকু ফুলের বিভাস ভাসে, সে টুকুও আজ হরিলুটের প্রদাহে আক্রান্ত। সন্তর্পনে পা টিপে টিপে আঁধার মুচকি হাসে।

6 thoughts on “শুন্য হাতে পেতেছে দু’হাত

  1. চাঁদ উঠবে না আজ। তাই তো রাতের মহারনের বিদ্রুপ আঁটে শুন্য মহা শুন্যে- অনন্য!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. বন্ধু, আজ পহেলা ফাল্গুন,,,আগুনের পরশমনি জ্বালাই প্রাণে!!!,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।